লা লিগায় মেসি গুরুত্বপূর্ণ, নেইমার-রোনালদো নন

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ছবি: এএফপি
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। ছবি: এএফপি
>

লা লিগায় লিওনেল মেসি যতটা গুরুত্বপূর্ণ, নেইমার কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো ততটা নন বলে মনে করেন স্পেনের শীর্ষস্থানীয় লিগটির সভাপতি হাভিয়ের তেবাস

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, স্প্যানিশ লা লিগায় লিওনেল মেসি যতটা গুরুত্বপূর্ণ, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার ততটা নন। তবে নেইমারকে আবারও লা লিগায় দেখতে চান তেবাস।

পিএসজি ছেড়ে নেইমারের বার্সেলোনায় ফেরার জোর আলোচনা চলছে। শুধু বার্সা নয়, রিয়াল মাদ্রিদও নেইমারকে কিনতে আগ্রহী। এ নিয়ে সবশেষ খবর, নেইমারকে বেচতে বার্সাকে একটি প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাবটি। নগদ ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে বার্সার দুই খেলোয়াড় নেলসন সেমেদো ও ওসমানে ডেমবেলেকে চায় পিএসজি। ব্রাজিলিয়ান তারকার দলবদল করে স্পেনে ফেরার সম্ভাবনাই বেশি। এর মধ্যে ফ্রেঞ্চ লিগ ওয়ান মাঠে গড়ালেও পিএসজির প্রথম তিন ম্যাচে দেখা যায়নি নেইমারকে।

নেইমারের লা লিগায় ফেরার সম্ভাবনাকে স্বাগতই জানিয়েছেন তেবাস। তবে বহির্বিশ্বে লা লিগার জনপ্রিয়তা বাড়াতে নেইমারের উপস্থিতি ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা মেসির, এমনটাই মনে করেন তেবাস। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে তেবাস বলেন, ‘হ্যাঁ, আমি অবশ্যই চাই (নেইমারের লা লিগায় ফেরা)। সে বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন। লা লিগায় তার ফেরাটা হবে গুরুত্বপূর্ণ, তবে সেটি কোনো কিছু ধার্য করবে না।’

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যায় তেবাস বলেন, ‘মূল ব্যাপার হলো, আমরা বছরে ১০ মাস খেলি। ২০টি দল প্রতি সপ্তাহে একে অপরের সঙ্গে খেলে স্পেনে ও বাইরে খেলাটির প্রতি ভালোবাসা বাড়াচ্ছে। নেইমারের মতো খেলোয়াড় কিছু দেশের অনুসারী এনে দেবে, যারা তাদের জন্য আগ্রহী। কিন্তু সে এমন প্রয়োজনীয় কেউ না, এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও নয়। কিন্তু লিওনেল মেসি প্রয়োজনীয়, কারণ সে লা লিগার ঐতিহ্য।’ রিয়ালে নয় বছরের ক্যারিয়ার শেষে গত বছর জুভেন্টাসে যোগ দেন রোনালদো।

নেইমারকে আনতে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়মের গ্যাঁড়াকলে পড়তে পারে রিয়াল কিংবা বার্সা। মাত্র দুই মৌসুম আগে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। আর চলতি মৌসুমে আঁতোয়ান গ্রিজমান, ফ্রেঙ্কি ডি ইয়ংকে কিনতে এরই মধ্যে প্রচুর খরচ করে ফেলেছে বার্সা। লুকা ইয়োভিচ, ফারল্যান্ড মেন্ডি, এডেন হ্যাজার্ড, রদ্রিগোকে কিনতে রিয়াল মাদ্রিদও প্রচুর অর্থ খরচ করেছে। তবে তেবাসের বিশ্বাস, নিয়মের মধ্যে থেকেই নেইমারকে কেনার সামর্থ্য রয়েছে দুটি ক্লাবের। তেবাস বলেন, ‘তারা (রিয়াল ও বার্সা) সেটি করতে পারবে বলেই নেইমারকে কিনতে চায়।’