মা এবং 'আরেকজনে'র জন্য খেলে যাচ্ছেন ফরহাদ রেজা

>পাঁচ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। গত চার মাসে দুটি সফরে সুযোগ পেয়েছেন, কিন্তু একাদশে জায়গা মেলেনি। তবুও ফরহাদ রেজা অপেক্ষায়। তিনি খেলে যাচ্ছেন দুটি মানুষের জন্য।
ফরহাদ রেজা একটি সুযোগের অপেক্ষায়। ছবি: প্রথম আলো
ফরহাদ রেজা একটি সুযোগের অপেক্ষায়। ছবি: প্রথম আলো

কন্ডিশনিং ক্যাম্প শুরু হওয়ার দিনই সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন ফরহাদ রেজা। কদিনের ব্যবধানে আজ আবার তাঁকেই পাঠানো হলে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। দুবারই কিছু অভিন্ন প্রশ্ন শুনতে হলেও ৩৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের কাছে মিলল ভিন্ন ভিন্ন উত্তর।

ফরহাদ গত আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ দলে ছিলেন, ছিলেন শ্রীলঙ্কা সফরেও। কোনো সফরেই একাদশে জায়গা পাননি। আন্তর্জাতিক ক্রিকেটে যে পাঁচ বছরের বিরতি তৈরি হয়েছে, সেটি তাই এখনো শেষ হয়নি। তবে ফরহাদ রেজা মনে করেন এই দুটি সফরে তাঁকে অনেক কিছু শিখিয়েছে, ‘শেখার শেষ নেই। চেষ্টা করছি দিনে-দিনে উন্নতি করতে। আমি নিজেকে প্রস্তুত রাখছি। এখন ক্রিকেট খেলছি দুজনের জন্য—আমার মা এবং আরেকজন...নাম বলব না। তারা সব সময় আমার জন্য অপেক্ষা করে। (বাংলাদেশের হয়ে) কখনো ম্যাচ খেললে সবচেয়ে খুশি হবে ওরা। আমি তৈরি থাকছি সে জন্য।’

এখন না বলতে চাইলেও সেই ‘আরেকজনে’র নাম তিনি বলবেন একাদশে সুযোগ পাওয়ার পর। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সুযোগ পাওয়ার সম্ভাবনা অবশ্য তাঁর ক্ষীণ, টিম ম্যানেজমেন্ট ফরহাদকে বাজিয়ে দেখতে পারে টি-টোয়েন্টি সিরিজে। যে সংস্করণেই সুযোগ পাবেন, তিনি বলছেন, ‘রেজা ইজ অলওয়েজ রেডি!’ সুযোগ পেলে কেমন করবেন, সেটি পরে। ফরহাদ এখন শুধু একটা সুযোগের অপেক্ষায়, ‘অনেক দিন ধরে (আন্তর্জাতিক ক্রিকেটের) বাইরে আছি। আমাকে তো আগে খেলতে হবে। আমাকে তো প্রমাণের সুযোগ দিতে হবে। জায়গা পাওয়াটা আমার হাতে নেই। আমার কাজ ভালো খেলা।’

গত কদিনে সাকিব আল হাসানের সঙ্গে ক্যারিয়ার কিংবা খেলা নিয়ে অনেক কথাই হয়েছে ফরহাদের। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক তাঁকে দলে টিকে থাকার সহজ সূত্র বাতলে দিয়েছেন এভাবে, ‘ভালো খেলবেন থাকবেন, ভালো করবেন না চলে যাবেন।’

ফরহাদ সেটাই করে দেখাতে চাইছেন। লম্বা বিরতিতে ফিরে জায়গাটা তিনি পোক্ত করতে চান দুর্দান্ত খেলে। কিন্তু তার আগে একাদশে তো জায়গা পেতে হবে তাঁকে।