চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের খুঁটিনাটি জেনে নিন এখানে

চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বের ড্র হবে আজ রাতে। ছবি: উয়েফা
চ্যাম্পিয়নস লিগ গ্রুপপর্বের ড্র হবে আজ রাতে। ছবি: উয়েফা

গতকাল রাতে শেষ হয়ে গেছে প্লে-অফের ঝামেলা। এবার অপেক্ষা আসল লড়াইয়ের। উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে কারা কাদের বিপক্ষে খেলবে, তা ঠিক হয়ে যাবে আজ। আজ যে গ্রুপ পর্বের ড্র। মেসি-রোনালদো না ফন ডাইক, কে হবেন উয়েফার বর্ষসেরা, সেটিও জানা যাবে আজ।

কোথায় ও কখন ড্র?
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে ড্র ও পুরস্কার অনুষ্ঠান।

কোথায় দেখবেন?
সনি টেন টু সরাসরি দেখাবে ড্র। সরাসরি সম্প্রচারিত হবে উয়েফার ওয়েবসাইটেও (www.uefa.com)।


গ্রুপ পর্বের ৩২ দল
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া (স্পেন); লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি, টটেনহাম (ইংল্যান্ড); জুভেন্টাস, নাপোলি, ইন্টার মিলান, আটালান্টা (ইতালি); বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লেভারকুসেন, লাইপজিগ (জার্মানি), পিএসজি, লিঁও, লিল (ফ্রান্স), জেনিত, লোকোমোটিভ মস্কো (রাশিয়া), বেনফিকা (পর্তুগাল), শাখতার (ইউক্রেন), গেঙ্ক (বেলজিয়াম), গালাতাসারাই (তুরস্ক), সালজবুর্গ (অস্ট্রিয়া), অলিম্পিয়াকোস (গ্রিস), ডায়নামো জাগরেব (ক্রোয়েশিয়া), রেড স্টার বেলগ্রেড (সার্বিয়া)।

** গত রাতে প্লে-অফ শেষে আর ৩টি দল গ্রুপ পর্ব নিশ্চিত করেছে।

ড্রতে কোন পটে (পাত্রে) কারা:

প্লে-অফের শেষ তিন ম্যাচের আগে শুধু এক নম্বর পটের আট দলই নিশ্চিত হয়েছে।
পট-১: লিভারপুল (চ্যাম্পিয়ন), চেলসি (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন), বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, পিএসজি, জেনিত।
পট-২: রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, নাপোলি, শাখতার, টটেনহাম, বেনফিকা।
পট-৩: লেভারকুসেন, সালজবুর্গ, অলিম্পিয়াকোস, ভ্যালেন্সিয়া, ইন্টার মিলান, জাগরেব।
পট-৪: গেঙ্ক, গালাতাসারাই, লাইপজিগ, রেড স্টার, আটালান্টা, লিল।
** লিঁও, লোকোমোটিভ ও প্লে-অফ থেকে আসা শেষ তিন দল কোন পটে থাকবে, তা এখনো নিশ্চিত হয়নি।

কীভাবে হবে ড্র:

• একটি দেশের দুটি ক্লাব একই গ্রুপে খেলবে না। রাশিয়া ও ইউক্রেনের ক্লাবগুলোকেও রাখা হবে আলাদা গ্রুপে।
• যেসব দেশের একাধিক ক্লাব জায়গা পেয়েছে গ্রুপ পর্বে, সেসব ক্লাবকে দুই ভাগ হয়ে মঙ্গলবার ও বুধবারে খেলতে হবে। যেমন ইংল্যান্ডের দুটি ক্লাব ‘এ’, ‘বি’, ‘সি’ অথবা ‘ডি’ গ্রুপে সুযোগ পেলে বাকি দুটি ক্লাবে স্বয়ংক্রিয়ভাবেই ‘ই’, ‘এফ’, ‘জি’ অথবা ‘এইচ, গ্রুপে পড়বে।
• এক নম্বর পটে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নস, ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ও শীর্ষ ছয়টি দেশের ছয় চ্যাম্পিয়ন। বাকি পটের জায়গা নির্ধারিত হয়েছে উয়েফার ক্লাব কোএফিশিয়েন্ট র‍্যাঙ্কিং মেনে।


মৌসুম সূচি
২০১৯
১৭-১৮ সেপ্টেম্বর ১ম ম্যাচ ডে
১-২ অক্টোবর ২য় ম্যাচ ডে
২২-২৩ অক্টোবর ৩য় ম্যাচ ডে
৫-৬ নভেম্বর ৪র্থ ম্যাচ ডে
২৬-২৭ নভেম্বর ৫ম ম্যাচ ডে
১১-১১ ডিসেম্বর ৬ষ্ঠ ম্যাচ ডে
১৬ ডিসেম্বর ২য় রাউন্ডের ড্র

২০২০
১৮/১৯/২৫/২৬ ফেব্রুয়ারি ২য় রাউন্ড-১ম লেগ
১০/১১/১৭/১৮ মার্চ ২য় রাউন্ড-২য় লেগ
২০ মার্চ কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল ড্র
৭-৮ এপ্রিল কোয়ার্টার ফাইনাল ১ম লেগ
১৪-১৫ এপ্রিল কোয়ার্টার ফাইনাল ২য় লেগ
২৮-২৯ এপ্রিল সেমিফাইনাল ১ম লেগ
৫-৬ মে সেমিফাইনাল ২য় লেগ
৩০ মে ফাইনাল (ইস্তাম্বুল)

কী কী পুরস্কার

• উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়।
• উয়েফা বর্ষসেরা নারী খেলোয়াড়।
• ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড।