রশিদ খানকে নিয়ে ভাবছেন না সাদমান

সাদমানের ব্যাটিং সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন প্রধান কোচ। ছবি: প্রথম আলো
সাদমানের ব্যাটিং সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন প্রধান কোচ। ছবি: প্রথম আলো
>তামিম ইকবাল না থাকায় সাদমান ইসলামকে হয়তো বড় দায়িত্বই পালন করতে হতে পারে এবার। তরুণ বাঁ হাতি ওপেনার তৈরি যেকোনো চ্যালেঞ্জ নিতে

গত ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে তামিম ইকবাল বড় সনদই দিয়েছিলেন তরুণ বাঁ হাতি ওপেনার সাদমান ইসলামকে, ‘সে অনেক কম্প্যাক্ট ব্যাটসম্যান।’ টেস্ট অভিষেকে ৭৬ রান করা সাদমান পরে ৪ ইনিংসের কোনোটিতেই ৪০-এর ঘরেও যেতে পারেননি। তবুও তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ছড়ানো কিছু উপাদান ছিল বলেই তামিমের ওই প্রশংসা। নিজের নামের সুবিচার করার আরও একটি সুযোগ পেতে পারেন সাদমান। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নির্বাচকদের ভাবনায় যে তিনি ভালোভাবেই আছেন।

নিজেকে ‘কম্প্যাক্ট’ ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করতে এবারও কঠিন পরীক্ষা দিতে হবে সাদমানকে। পরীক্ষাটা বেশি নেবেন আফগানিস্তানের দুর্দান্ত স্পিনাররা। বিশেষ করে রশিদ খান। সাদমান অবশ্য আত্মবিশ্বাসী কন্ঠে জানালেন, আফগান অধিনায়ককে নিয়ে খুব একটা ভাবছেন না তিনি, ‘রশিদ খানকে নিয়ে বাড়তি কোনো ভাবনা নেই। টেস্ট ম্যাচ তো আমরা খেলি। সংক্ষিপ্ত সংস্করণের বোলিং আর টেস্টে বোলিং—দুটি দুই জিনিস। আমরা এটা নিয়ে বাড়তি কোনো চিন্তা করছি না। আমরা যেভাবে স্পিন খেলি, আমাদের দেশে অনেক ভালো মানের স্পিনের বিপক্ষে খেলে থাকি আমরা। মনে হয় না রশিদ খান আমাদের কাছে বাড়তি কোনো চাপ হবে।’

নির্দিষ্টভাবে রশিদকে নিয়ে বাড়তি চিন্তা করছেন না বলছেন। তবে আফগানদের স্পিন আক্রমণ সামলানোর প্রস্তুতি যে ভালোভাবেই নিতে হচ্ছে সেটি অস্বীকার করছেন না সাদমান, ‘আফগানিস্তানকে নিয়ে একটু আলাদা পরিকল্পনা করছি কারণ, ওদের স্পিন আক্রমণটা খুব ভালো। সব সময় তো পেস বোলিং নিয়ে বাড়তি কাজ হয়। এবার চিন্তা করছি একটু স্পিনারদের নিয়ে বাড়তি কাজ করতে হবে। ওদের বেশির ভাগ বোলার রশিদ খান-মোহাম্মদ নবী বৈচিত্র্য ধরে রেখে বোলিং করে। স্পিন নিয়ে কাজ করছি সে কারণেই। আর পেস বোলিং নিয়ে আমাদের প্রায়ই কাজ হয়।’

তামিম নেই, একাদশে সুযোগ পেলে সাদমানের কাঁধে থাকবে বড় দায়িত্ব। এমন অভিজ্ঞতা আগেও হয়েছে বলে এ দায়িত্বকে বাড়তি চাপ মনে করছেন না তরুণ বাঁহাতি ওপেনারের, ‘‘আমার অভিষেক টেস্টেই তামিম ভাইকে পাইনি। সৌম্য ভাইয়ের সঙ্গে ওপেনিং করেছিলাম ওই টেস্টে। আমি যেমন ব্যাটিং করি, যেমন খেলি সে জায়গা থেকেই নিজের মতো খেলার চেষ্টা করব। আগে যেভাবে খেলেছি সেভাবেই পরিকল্পনা থাকবে। প্রথম শ্রেণিতে যেভাবে খেলি বা ‘এ’ টিমের হয়ে যেভাবে খেলি সেরকম পরিকল্পনা থাকবে।’’

আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দিনের না হলেও ভাবনা-কথায় সাদমান অনেক পরিণত। এবার তাঁর পরিণত ব্যাটিং দেখার অপেক্ষায় বাংলাদেশ।