চ্যাম্পিয়নস লিগ রিয়ালেরই, বলছে সুপার কম্পিউটার

এবারও এমন কিছু দেখা যাবে? ফাইল ছবি
এবারও এমন কিছু দেখা যাবে? ফাইল ছবি

চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় সফল দলের চেয়েও ছয়টি শিরোপা বেশি রিয়াল মাদ্রিদের। এক অর্থে চ্যাম্পিয়নস লিগ রিয়ালেরই। কিন্তু ওসব ভাবাবেগে ভেসে গিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা রিয়াল মাদ্রিদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। কম্পিউটারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানানো হচ্ছে, এবার ১৪তম চ্যাম্পিয়নস লিগ জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

গত মৌসুমটা ভয়াবহ কেটেছে রিয়ালে। বেশ কিছু বড় দলবদল করেও লাভ হয়নি, প্রাক মৌসুমে একের পর এক ম্যাচ হেরেছে রিয়াল। নতুন খেলোয়াড়দের কাউকেই এখনো মূল একাদশে নামাতে পারেননি কোচ জিনেদিন জিদান। অন্যদিকে আক্রমণভাগে শক্তি বাড়িয়েই যাচ্ছে বার্সেলোনা। এমন অবস্থায় হতাশায় ভুগছে রিয়াল সমর্থকেরা। তাদের সাহস জোগাতে পারে নতুন এই তথ্য। ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা ওয়েবসাইট অপ্টা, গুগল আর স্কোয়াকার তথ্য বিশ্লেষক বা বিগ ডেটা এক্সপার্টদের নিয়ে ২০১৯-২০ মৌসুমের সম্ভাব্য একটা চিত্র বের করেছে টিভি চ্যানেল বিটি স্পোর্ট। তাতে দেখা যাচ্ছে, আগামী বছরের চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা উঠতে যাচ্ছে জিদানের হাতেই।

চ্যাম্পিয়নস লিগ শুরু হয়নি। গ্রুপ পর্বে কে কার সঙ্গে পড়বে, সেটি জানা যাবে আর এক ঘণ্টা পরে। তবু রিয়াল সমর্থকদের আনন্দ বেড়ে যাবে বিশ্লেষণে রিয়ালের ফাইনালে ওঠার পথ জানতে পেরে। রিয়াল শিরোপা জয়ের পথে সেমিফাইনালে যে বার্সেলোনাকেই হারাবে! বিগ ডেটা বিশেষজ্ঞরা প্রতিটি রাউন্ডের ফলও বের করেছেন। তাতে দেখা যাচ্ছে, শিরোপার পথে রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলে হারাবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। কোয়ার্টার ফাইনালে হারাবে চেলসিকে (দুই লেগ মিলিয়ে ৪-২)। সেমিফাইনালে বার্সাকেই দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হারিয়ে উঠবে ফাইনালে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে ৩-২ গোলে জিতবে রিয়াল।

ক্রিস্টিয়ানো রোনালদো-ভক্তদের মন খারাপ হচ্ছে এবারও। তাঁর যে জুভেন্টাসের জার্সিতে শিরোপা জেতা হচ্ছে না এবারও। পূর্বানুমানে জুভেন্টাস সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের হাতে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে হারবে।

এসব তত্ত্ব উপাত্তে অন্য দলের ভক্তদের মন খারাপ হচ্ছে? তাহলে একটু জানিয়ে দেওয়া যাক। গত মৌসুমেও সুপার কম্পিউটারের বিশ্লেষণে বলা হয়েছিল বার্সেলোনাকে হারিয়ে জুভেন্টাসই জিতবে চ্যাম্পিয়নস লিগ। দুই দলের কেউই ফাইনালে ওঠেনি সেবার! আরেক বিশ্লেষণ বলেছিল ম্যানচেস্টার সিটি লিভারপুলকে হারিয়ে জিতবে প্রথম চ্যাম্পিয়নস লিগ। তাও যে হয়নি সেটা তো সবাই দেখেছে। ২০১৭ সালেও এমন হিসাব বলেছিল বার্সেলোনার সম্ভাব্য জয়ের কথা। কিন্তু সব হিসাব উল্টে রিয়ালই জিতেছিল সেবার।