মোস্তাফিজকে কে না 'মিস' করবে?

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মোস্তাফিজ। ছবি: প্রথম আলো
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মোস্তাফিজ। ছবি: প্রথম আলো
>মোস্তাফিজুর রহমান নেই টেস্ট দলে। সীমিত ওভারের ক্রিকেটকে গুরুত্ব দিয়ে টেস্টে তিনি খুব একটা নিয়মিতও নন। তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তাঁর প্রয়োজনীয়তা অনুভব করবেন বাংলাদেশ পেস বোলিং কোচ

মোস্তাফিজুর রহমানকে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। তবুও আজ প্রস্তুতি ম্যাচে ১ ওভার বোলিং করেছেন। তাঁর ওভারটা খেলেছেন সৌম্য সরকার। প্রথম পাঁচ বলে কোনো রান করার সুযোগ পাননি বাঁহাতি ওপেনার। শেষ বলে সৌম্য বোল্ড। ১ ওভারে, ১ মেডেন, ১ উইকেটে—এই হচ্ছে মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ।

সতর্কতাবশত পরে আর বল করেননি মোস্তাফিজ। কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনই জানিয়েছিলেন, পিঠে চোট পাওয়ায় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বাঁহাতি পেসারকে। পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট বিকেলে জানিয়েছেন, মোস্তাফিজকে প্রস্তুত রাখা হচ্ছে ভবিষ্যতের জন্য, ‘ওর এ মুহূর্তে হালকা চোট আছে। সতর্কতাবশত তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে সাদা বলে অনেক খেলা আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তাকে আমাদের দেখে রাখতে হচ্ছে। টি-টোয়েন্টি ও ৫০ ওভারের ক্রিকেটে সে আমাদের সেরা বোলার। আজ সে এক ওভার বোলিং করেছে।’

টেস্ট না খেলিয়ে মোস্তাফিজকে প্রস্তুত রাখা হচ্ছে সীমিত ওভারের ক্রিকেটের জন্য। তবে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ফিজের প্রয়োজনীয়তা ঠিকই অনুভব করবেন ল্যাঙ্গাভেল্ট, ‘কে মোস্তাফিজকে মিস করবেন না? সে দুর্দান্ত বোলার। যদি আপনি তাকে মিস না করেন বুঝতে হবে আপনার সমস্যা আছে। সবাই ওকে মিস করতে যাচ্ছি। একই সঙ্গে কিছু বিষয়ও আমাদের বুঝতে হবে। আপনার হাতে পর্যাপ্ত বিকল্প আছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। সে চোটে পড়লে আমাদের হাতে যথেষ্ট বিকল্প তৈরি রাখতে হবে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প ও দক্ষতার অনুশীলন শেষ হয়েছে বাংলাদেশ দলের। শেষ দুদিনের প্রস্তুতি ম্যাচও। কাল বিকেলে বাংলাদেশ দল চলে যাবে চট্টগ্রাম। সেখানে তিন দিন অনুশীলন। ৫ সেপ্টেম্বর শুরু চট্টগ্রাম টেস্ট।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।