যেমন চলছে ইউএস ওপেন

সব ঠিক থাকলে সেমিতেই দেখা হয়ে যেতে পারে ফেদেরার-জোকোভিচের। ছবি : টুইটার
সব ঠিক থাকলে সেমিতেই দেখা হয়ে যেতে পারে ফেদেরার-জোকোভিচের। ছবি : টুইটার
>চলছে ইউএস ওপেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি হবেন, সেটি নির্ধারিত হয়ে গেছে এরই মধ্যে।

ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জিতবেন কে? রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের মধ্যে কোনো একজন? নাকি এই ত্রিমূর্তির বাইরে দিমিত্রি মেদভেদেভ, গ্রিগর দিমিত্রভ, আন্দ্রেই রুবলেভ, সাশা জভেরেভ, গায়েল মনফিলসের মতো কোনো তারকা আগামী এক বছরের জন্য শাসন করবেন আর্থার অ্যাশ?

নারী এককেরই বা কি অবস্থা? সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা না অ্যাশলি বার্টি? কে হবেন আর্থার অ্যাশের রানী?

সব প্রশ্নের জবাব পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই। আরও স্পষ্ট করে বললে সেপ্টেম্বরের আট তারিখের মধ্যে। তাঁর আগে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কে মুখোমুখি হবেন, চতুর্থ রাউন্ডে উঠেছেন কে কে।

পুরুষ একক
শীর্ষ দশ বাছাইয়ের মধ্যে চারজনই বিদায় নেন প্রথম রাউন্ড থেকে। চতুর্থ বাছাই ডমিনিক থিয়েমকে হারিয়ে অঘটন ঘটান টমাস ফাবিয়ানো। অষ্টম বাছাই স্তেফানোস সিতসিপাস, নবম বাছাই কারেন কাচানভ ও দশম বাছাই রবার্তো বতিস্তা আগুত হেরে যান যথাক্রমে অ্যান্দ্রেই রুবলেভ, ভাসেক পসপিসিল ও মিখাইল কুকুশকিনের কাছে। তৃতীয় রাউন্ডে অ্যালেক্স দে মিনোর কাছে হেরে গেছেন সপ্তম বাছাই কেই নিশিকোরি।

শীর্ষ দশ বাছাইয়ের বাকিরা এখনও টিকে আছেন ইউএস ওপেনে। ডেনিস কুদলাকে ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন, শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। কোয়ার্টারে মুখোমুখি হবেন তিনটি গ্র্যান্ড স্ল্যামজয়ী সুইস তারকা স্ট্যানিসলাস ভাভরিঙ্কার বিপক্ষে। পঞ্চম বাছাই দিমিত্রি মেদভেদেভ কোয়ার্টারে খেলবেন ডমিনিক কফারের বিপক্ষে।

তৃতীয় বাছাই সুইস তারকা রজার ফেদেরার তৃতীয় রাউন্ডে ব্রিটিশ তারকা ড্যানিয়েল ইভান্সকে ৬-২, ৬-২, ৬-১ সেটে হারিয়ে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে তাঁর বাধা বেলজিয়ান তারকা ডেভিড গোফিন।

তৃতীয় রাউন্ডে কেই নিশিকোরিকে হারানো অ্যালেক্স দি মিনোর কোয়ার্টারে লড়বেন গ্রিগর দিমিত্রভের বিপক্ষে।

নিক কিরগিওসকে তৃতীয় রাউন্ডে হারানো অ্যান্দ্রেই রুবলেভ কোয়ার্টারে লড়বেন মাত্তেও বেরেতিনির সঙ্গে। ফরাসি তারকা গায়েল মনফিলস খেলবেন পাবলো আন্দুজারের সঙ্গে।

ষষ্ঠ বাছাই সাশা জভেরেভ তৃতীয় রাউন্ডে হারিয়েছেন আলজাজ বেদেনে কে, ৬-৭, ৭-৬, ৬-৩, ৭-৬ সেটে। কোয়ার্টারে খেলবেন ডিয়েগো শোয়ার্জম্যানের সঙ্গে।

দ্বিতীয় বাছাই রাফায়েল নাদাল তৃতীয় রাউন্ডে হারিয়েছেন কোরিয়ান তারকা চুং হিউং কে, ৬-৩, ৬-৪, ৬-২ সেটে। কোয়ার্টারে নাদালের বাধা ২০১৪ ইউএস ওপেন জয়ী ক্রোয়েশিয়ান তারকা মারিন চিলিচ।

সব কিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালেই শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন তৃতীয় বাছাই রজার ফেদেরারের সঙ্গে। ওদিকে কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই জভেরেভের মুখোমুখি হতে পারেন নাদাল, সেমিতে উঠলে খেলতে পারেন গায়েল মনফিলসের সঙ্গে।

নারী একক
এদিকে ইউএস ওপেনের নারী এককে শীর্ষ দশ বাছাইয়ের মধ্যে বাদ পড়েছেন দুইবারের উইম্বলডন জয়ী তারকা পেত্রা কেভিতোভা, কিকি বার্টেন্স, আরিনা সাবালেঙ্কা ও গত উইম্বলডনজয়ী রোমানিয়ান তারকা সিমোনা হালেপ। চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই নাওমি ওসাকা, দ্বিতীয় বাছাই অ্যাশলি বার্টি, তৃতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভা, পঞ্চম বাছাই এলিনা সভিতোলিনা, অষ্টম বাছাই সেরেনা উইলিয়ামস ও দশম বাছাই ম্যাডিসন কিস।

পনেরো বছর বয়সী টেনিস বিস্ময় কোকো গফকে তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন নাওমি ওসাকা। কোয়ার্টারে খেলবেন ত্রয়োদশ বাছাই বেলিন্দা বেনচিচের সঙ্গে। কোয়ার্টারে সভিতোলিনা খেলবেন ম্যাডিসন কিসের সঙ্গে। ক্যারোলিনা মুচোভাকে সরাসরি সেটে হারানো সেরেনা উইলিয়ামস কোয়ার্টারে খেলবেন পেত্রা মার্তিচের সঙ্গে। গ্রিক তারকা মারিয়া সাকারিকে তৃতীয় রাউন্ডে ৭-৫, ৬-৩ সেটে হারানো দ্বিতীয় বাছাই অ্যাশলি বার্টি কোয়ার্টারে লড়বেন চীনা তারকা ওয়াং কিয়াংয়ের সঙ্গে।