প্রশ্ন উঠেছে বুমরার অ্যাকশন নিয়েও

অনন্য বোলিং অ্যাকশন বলেই এত আলোচনা? ছবি: এএফপি
অনন্য বোলিং অ্যাকশন বলেই এত আলোচনা? ছবি: এএফপি

টেস্টে অবিশ্বাস্য ফর্মে আছে যশপ্রীত বুমরা। টেস্টে শেষ ১৭ ওভারে মাত্র ২৩ রান দিয়েই ১১ উইকেট। এর মাঝেই কাল মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন বুমরা। এমন পারফরম্যান্স ও বুমরা-স্তুতির মাঝেই অপ্রিয় এক প্রসঙ্গ তুলে এনেছেন ইয়ান বিশপ। ধারাভাষ্যকক্ষে সঙ্গী সুনীল গাভাস্কারের কাছে প্রশ্ন রেখেছেন, বুমরার অ্যাকশন নিয়ে যে প্রশ্ন তুলছেন অনেকেই সেটা কীভাবে দেখছে গাভাস্কার?

হরভজন সিং ও ইরফান পাঠানের পর মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে টানা তিন বলে তিন ব্যাটসম্যানকে ফেরাতে পেরেছেন বুমরা। এমন সময়ই হঠাৎ প্রসঙ্গটা টেনে এনেছেন বিশপ। বুমরায় মুগ্ধ এই কিংবদন্তি পেসার একটু অবিশ্বাস নিয়েই প্রশ্ন রেখেছিলেন, ‘আমি বিশ্বাসই করতে পারি না কেউ কেউ যশপ্রীত বুমরার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে। ওর অ্যাকশন অনন্য মানছি কিন্তু এই খেলার নিয়মের মধ্যেই। সত্যি বলতে বর্তমান বোলারদের মধ্যে ওর মতো নিখুঁত কম আছে। কিছু মানুষের উচিত আগে আয়নার দিকে তাকানো (অন্যদের নিয়ে কথা বলার আগে)।’

বিশপের মন্তব্যে আকাশ থেকে পড়েছেন গাভাস্কার। সাবেক ওপেনার সরাসরিই জিজ্ঞেস করেছেন, ‘তুমি কি ওদের নামগুলো বলতে পার? বুমরার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে, ওরা কারা?’ বিশপ সে প্রশ্নের উত্তর না দিয়ে সমালোচকদের জবাব দেওয়ার সেরা উপায় বেছে নিয়েছেন। গাভাস্কারের সঙ্গে জোট বেঁধে বিশ্লেষণ করে দেখিয়ে দিয়েছেন কেন বুমরার অ্যাকশন সম্পূর্ণ বৈধ, ‘আরেকটু কাছ থেকে দেখা যাক...প্রথমে কয়েক ধাপ হেঁটে আসে এবং এরপর সে দৌড়ের গতি তোলে এবং শেষে একদম সোজা অবস্থান থেকে বল ছাড়ে। এখন আমাকে দেখাও অ্যাকশনের ঠিক কোন অবস্থানে হাত বাঁকছে? এটা সম্পূর্ণভাবেই ঠিক অ্যাকশন। মানুষের আসলেই খেয়ে দেয়ে কোনো কাজ নেই।’

এসব আলোচনার মাঝেই বুমরা তাঁর কাজ করে যাচ্ছেন। তাঁর ৯.১ ওভারের ৬ উইকেট তুলে নেওয়ার ধাক্কা সামলানো সম্ভব হয়নি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে। দিন শেষ করেছে ৭ উইকেটে ৮৭ রান তুলে। এখনো ৩২৯ রানে পিছিয়ে আছে স্বাগতিক দল।