বিশ্বকাপ খেলা নিশ্চিত করল মেয়েরা

অস্ট্রেলিয়ায় ২০২০ সালে অনুষ্ঠিত হবে ছেলেদের টি–টোয়েন্টি বিশ্বকাপ। একই সময় মেয়েদেরও টি–টোয়েন্টি বিশ্বকাপ। আজ স্কটল্যান্ডের ডান্ডিতে বাছাইপর্বের প্রথম সেমিতে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা আদায় করে নিয়েছে ফাহিমা–সানজিদা–সালমারা।

ডান্ডির ফোর্টহিল মাঠে টসে হেরেছিল বাংলাদেশ। ফিল্ডিং পেয়ে আইরিশদের ওপর ছড়ি ঘুরিয়েছে বেশ ভালোভাবেই। পুরো ২০ ওভার ব্যাটিং করে আয়ারল্যান্ড ৮৫ রানের বেশি করতে পারেনি। লরা ডেনলি আর এইমার রিচার্ডসন দুজনেই করেন ২৫। এ দুজনকে ছাপিয়ে যেতে পারেননি আর কেউই। তৃতীয় সর্বোচ্চ ১০ এসেছে অরলা প্রেনডারগাস্টের ব্যাট থেকে।

আইরিশদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন ফাহিমা খাতুন। তিনি ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন জাহানারা আলম, ঋতু মণি, সালমা খাতুন ও নাহিদা আকতার।

৮৬ রানের লক্ষ্যে বাংলাদেশও কিন্তু বিপদে পড়েছিল। ৩০ রানে ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে তখন দায়িত্বশীল ব্যাটিং করেন সানজিদা ইসলাম। তিনি ৩৭ বলে ৩ চারে ৩২ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। উতু মণি ১৫ আর মুরশিদা খাতুন করেন ১৩।