ধারণা ছিল মুশফিক, সাকিব, রিয়াদরা সেঞ্চুরি করবে

দলের পারফরম্যান্সে হতাশ বিসিবি প্রধান। ফাইল ছবি
দলের পারফরম্যান্সে হতাশ বিসিবি প্রধান। ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স মন ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসানের। পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে দল নির্বাচন, উইকেট বাছাই, এমনকি ক্রিকেটারদের টেস্ট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বোর্ড সভাপতি।

কাল মাঠে আরেকটি ব্যর্থ দিন কাটিয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে ধানমন্ডির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান জানিয়েছেন তাঁর হতাশার কথা, ‘ভেবেছিলাম চট্টগ্রামে যাব। কিন্তু পরিকল্পনা দেখে এত হতাশ যে যাওয়ার ইচ্ছাই বাদ দিয়ে দিয়েছি। যা চলে গেছে, তা নিয়ে চিন্তা করে লাভ নেই। সামনে টি-টোয়েন্টি আছে, সেটা নিয়ে নতুন করে চিন্তা করতে হবে। আমি মনে করি, পরিকল্পনা নিশ্চয়ই ছিল, তবে সেটা সঠিক ছিল না। ওদের সঙ্গে বসতে হবে। বুঝতে হবে, কেন এমন হলো।’

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে আফগান ব্যাটসম্যানরা সফল, অথচ বাংলাদেশের ব্যাটসম্যানরা করেছেন আত্মসমর্পণ। নাজমুল হাসান তাই বেশ কড়া গলায় বলছিলেন, ‘কৃতিত্ব আফগানিস্তানের। ওরা টেস্টের মেজাজে খেলেছে। ওদের সেঞ্চুরি হয়েছে। বাকিরা ৮০-এর বেশি রান করেছে। সেখানে আমাদের সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা যদি ৫০ রানও না করে, তাহলে অন্তত টেস্টে জেতার কোনো সম্ভাবনা নেই। মনেই হয়নি ওরা টেস্ট খেলছে। ওরা (আফগানিস্তান) যদি ৩০০ করে, আমাদের ৫০০ না করার কোনো কারণ নেই। উইকেট ফ্ল্যাট, আমার ধারণা ছিল মুশফিক, সাকিব, রিয়াদ, মুমিনুলরা সেঞ্চুরি করবে। আফগানিস্তান করতে পারলে আমাদের না পারার কোনো কারণ নেই।’

চট্টগ্রামের উইকেট স্পিনসহায়ক হবে ভেবে চার বিশেষজ্ঞ স্পিনার দিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। কালও সংবাদ সম্মেলনে সাকিব সে সিদ্ধান্ত সঠিক বলে দাবি করেছেন। কিন্তু নাজমুল হাসান বলছেন, স্পিনের বিপক্ষে সাবলীল আফগানদের বিপক্ষে একজন পেসার রাখা উচিত ছিল। টিম ম্যানেজমেন্টের কাছে এসবের জবাব জানতে চান বোর্ডপ্রধান। আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বড় পরিবর্তনের ইঙ্গিতও দিয়ে রেখেছেন নাজমুল হাসান।