টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন মিরাজ

ত্রিদেশীয় টি-টোয়েন্টির প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি মিরাজ। ফাইল ছবি
ত্রিদেশীয় টি-টোয়েন্টির প্রথম ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি মিরাজ। ফাইল ছবি

মাঝে মাত্র তিন দিন। এর মধ্যেই টেস্ট ম্যাচে হারার ধাক্কা সামলে টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে বাংলাদেশকে। আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৩ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দলে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বের কথা শুনিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সে লক্ষ্যেই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে বিসিবি। ২৪ সেপ্টেম্বরের ফাইনালের আগে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলবে সবাই। সিরিজের জন্য তরুণ দল বেছে নিয়েছে বাংলাদেশ। দলে ঢুকেছেন আফিফ হোসেন, ইয়াসির আরাফাত ও অলরাউন্ডার মেহেদী হাসান। আর সর্বশেষ সিরিজেও দলে থাকা মেহেদী হাসান মিরাজ বাদ পড়েছেন।

টেস্ট সিরিজে বিশ্রাম পাওয়া মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন টি-টোয়েন্টি দলে ঢুকেছেন। তবে এবারও ফিরতে পারেননি তাসকিন আহমেদ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।