বিপিএল কীভাবে হবে, প্রশ্ন আফ্রিদির

বিপিএলের গত মৌসুমে কুমিল্লার হয়ে খেলেছেন শহীদ আফ্রিদি। ছবি: প্রথম আলো
বিপিএলের গত মৌসুমে কুমিল্লার হয়ে খেলেছেন শহীদ আফ্রিদি। ছবি: প্রথম আলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে এবারের বিপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি রাখবে না। বিসিবির এই সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

২০১৮ বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা আগামী টুর্নামেন্ট সামনে রেখে দল প্রায় গুছিয়ে ফেলেছিল। নিশ্চিত করেছিল অনেক বিদেশি তারকাকে। এ পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্তে তারা কতটা সমস্যায় পড়েছে সেটিই কাল জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল, ‘শহীদ আফ্রিদি তাবলিগে আছে, সেখান থেকে আমাদের বার্তা পাঠিয়েছে। সে জানতে চেয়েছে এমন সংবাদ ভুল কি না। টুইটার, ওয়েবসাইটের বিভিন্ন খবর সে আমাকে পাঠিয়েছে। তারা এটা মানতে পারছে না। বিদেশি ক্রিকেটাররা আমাদের বলছে আমরা তো আপনাদের সঙ্গে আগের হিসেবে চুক্তি করেছি, এখন ওখানে যাব কীভাবে? তাদের সামনের বিপিএলে আসার কোনো সম্ভাবনাই নেই।’

নাফিসাই জানালেন তাঁরা কথা পাকা করে ফেলেছেন মুশফিকুর রহিম, রশিদ খান, মুজিবুর রহমান ও জাদরানের সঙ্গে। কথা হচ্ছিল হাশিম আমলার সঙ্গে। সব গড়বড় হয়ে গেছে বিসিবির সিদ্ধান্তে। খেলোয়াড়দের প্রশ্নের উত্তর দিতে পারছেন না তাঁরা। নাফিসা জানালেন, বিপিএল থেকে ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলার সিদ্ধান্তে রশিদ নাকি বাংলাদেশের ক্রিকেট সংগঠকদের পেশাদারিত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘রশিদ খান আমার চুক্তিতে ছিল। তাকে আমি দুই বছর পাইনি। সে বলেছে, আপনাদের বিপিএলের কোনো নিশ্চয়তা নেই। আমি কেন আমার দুটো চুক্তি বাদ দিয়ে বিপিএল খেলতে আসব? আপনাদের মধ্যে এখনো কোনো পেশাদারিত্ব আসেনি যে আমি বিপিএল খেলব।’

বিশ্বকাপ চলার সময়েই দলের ‘আইকন’ হিসেবে মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা। রেখে দিয়েছিল সাইফউদ্দিনকে। সব পরিকল্পনা এলোমেলো হয়ে যাওয়ায় কতটা বিপাকে কুমিল্লা, নাফিসা বারবার সেটিই বললেন, ‘অনানুষ্ঠানিকভাবে কিন্তু তাদের (বিসিবি) কথামতো এগোচ্ছিলাম। তিনজন বিদেশি বলেছিল। ওটা সেভাবে নিয়েছি। সাকিব রংপুরে গিয়েছে, এর পর এটাকে ভালোভাবে নেয়নি।’