মরিনহোকে ভালো কোচ বানিয়েছেন মেসি

নিজের ভালো কোচ হওয়ার পেছনে মেসির অবদান দেখেন মরিনহো। ছবি : টুইটার
নিজের ভালো কোচ হওয়ার পেছনে মেসির অবদান দেখেন মরিনহো। ছবি : টুইটার
>

রিয়াল মাদ্রিদের কোচ থাকতে লিওনেল মেসিকে আটকানোর ছক কষতে হতো হোসে মরিনহোকে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সেরা তারকাকে নির্বিষ করার পরিকল্পনা করতে করতেই কোচ হিসেবে আরও ঋদ্ধ হয়েছেন হোসে মরিনহো

কোচ হিসেবে হোসে মরিনহো কত ভালো, তার প্রমাণ মোটামুটি গত দেড় দশক ধরে দেখছে বিশ্ব। ইংলিশ প্রিমিয়ার লিগকে ওয়েঙ্গার-ফার্গুসনের ৪-৪-২ ছকের বেড়াজাল থেকে মুক্ত করে নতুন উপায়ে খেলানোর পুরোধা তিনি। যে কারণে পঞ্চাশ বছর পর লিগ জিতেছিল চেলসি। আবারও হয়ে উঠেছিল ইংলিশ ফুটবলের পরাশক্তি।

মরিনহো এমনই। যেখানেই গিয়েছেন, ছাপ রেখে এসেছেন নিত্যনতুন চিন্তাভাবনার। সেটি চেলসির ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা ইতালিয়ান লিগ। তবে মরিনহোকে কোচ হিসেবে আরও উন্নত ও সমৃদ্ধ করেছেন কে? পর্তুগিজ কোচ একবাক্যে স্বীকার করে নিলেন লিওনেল মেসির ভূমিকা।

রিয়াল মাদ্রিদের কোচ থাকতে নিয়মিতই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে হয়েছে মরিনহোকে। পেপ গার্দিওলার অধীনে তখন বার্সেলোনার স্বর্ণযুগ। মেসি, জাভি, ইনিয়েস্তা, পুয়োল, পিকে, বুসকেটস, ইতো, ভিয়া, পেদ্রোদের বার্সাকে আটকানো ছিল প্রায় অসম্ভব। কাতালান ক্লাবটির এ আধিপত্য নষ্টের দায়িত্ব পড়েছিল মরিনহোর ওপর। সে কাজে মরিনহো সফল ছিলেন কি না, তা বিবেচনার এখতিয়ার ফুটবলপ্রেমীদের। তবে মরিনহো কিন্তু বার্সার রাজত্বে একটু হলেও ফাটল ধরিয়েছিলেন, সেটি নিশ্চিত। আর এ কাজে মরিনহোকে পরোক্ষভাবে ‘সাহায্য’ করেছিলেন স্বয়ং লিওনেল মেসি!

কীভাবে? মরিনহো নিজেই বলেছেন সেটা, ‘আমি সব সময় বলি সেসব খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ যারা আমার অধীনে খেলেছে। যারা আমার বিপক্ষে খেলেছে ও আমার কপালে ভাঁজ ফেলেছে, কৃতজ্ঞ তাদের প্রতিও। যেমন, মেসি কখনো আমার অধীনে খেলেনি। বিপক্ষ দলে খেলেছে। ওকে আটকানোর পরিকল্পনা করতে গিয়ে আমি নিজে আরও ভালো কোচ হয়েছি। কোচ হিসেবে আরও উন্নত হয়েছি মেসিকে নিয়ে মাথা ঘামানোর জন্যই।’

তবে শুধু মেসিই নয়, তাঁর মতো আরও অনেক সেরা খেলোয়াড়দের আটকানোর ছক কষেছেন মরিনহো, যা তাঁকে আরও ভালো কোচ হতে সহায়তা করেছে। বর্তমানে বেকার বসে থাকা এ কোচ তা স্বীকার করলেন নির্দ্বিধায়, ‘মেসির মতো আরও ভালো খেলোয়াড় যারা আছে, যারা আমার বিপক্ষ দলে খেলেছে, এ কথা তাদের জন্যও প্রযোজ্য।’