কার ঘর ভেঙে শক্তিশালী হচ্ছে কে

রবিউল ইসলাম, মাহবুবুর রহমান সুফিল, তপু বর্মন ( উপরে); বিপলু আহমেদ,নাসিরউদ্দিন চৌধুরী ও নাসিরুল ইসলাম। ফাইল ছবি
রবিউল ইসলাম, মাহবুবুর রহমান সুফিল, তপু বর্মন ( উপরে); বিপলু আহমেদ,নাসিরউদ্দিন চৌধুরী ও নাসিরুল ইসলাম। ফাইল ছবি
১ অক্টোবর শুরু হবে নতুন ফুটবল মৌসুমের দল বদল। খেলোয়াড়েরা কে কোন দলে যাচ্ছেন, সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে প্রথম আলো।


বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঘোষণা অনুযায়ী ১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দল বদল। সে হিসেবে দল বদলের প্রায় এক মাস বাকি থাকলেও শিরোপা প্রত্যাশা ক্লাবগুলো খেলোয়াড় টানতে নেমে গিয়েছে মাঠে। শোনা যাচ্ছে প্রতিবারের মতো এবারও ভেতর ভেতরে সবাই চূড়ান্ত করে ফেলেছে পছন্দের খেলোয়াড়দের দলে টানার কাজ। কোন খেলোয়াড় কোন দলে যাচ্ছেন, সেট দলবদলের মৌসুমের আগেই খুঁজে বের করার চেষ্টা করেছে প্রথম আলো।

বিশ্বস্ত সূত্র অনুয়ায়ী এগিয়ে থেকেই দল বদল শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রয়োজনীয় পুরোনো খেলোয়াড় ধরে রেখে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সেরা খেলোয়াড়দের নিতে যাচ্ছে তারা। এরই মধ্যে নাকি আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়াচক্রের ৫ তারকা খেলোয়াড়কে নিশ্চিত করে ফেলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আবাহনীর ডিফেন্ডার তপু বর্মণ, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ আর শেখ রাসেলের ডিফেন্ডার ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ ও উইঙ্গার বিপলু আহমেদ যোগ দিতে যাচ্ছেন বসুন্ধরা কিংসে।

দল বদলের বাজারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই দলের নাম আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে আবাহনী নিজেরাও অন্য দল থেকে খেলোয়াড় টেনে ক্ষতিপূরণের চেষ্টা করছে। এ ছাড়া নতুন করে খেলোয়াড় নিয়ে দল শক্তিশালী করতে যাচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘ। আর গত মৌসুমে দীর্ঘ একটা সময় রেলিগেশনের শঙ্কায় থাকা মোহামেডান স্পোর্টিং লিমিটেড এখনো এ ব্যাপারে ভাবছে না।

বিশ্বস্ত সূত্রমতে বসুন্ধরা কিংসে যোগ দিতে যাচ্ছেন যে খেলোয়াড়েরা

খেলোয়াড়ের নাম

পজিশন

পুরোনো ক্লাব

 নতুন ক্লাব

রবিউল হাসান

মিডফিল্ডার

আরামবাগ ক্রীড়া সংঘ

বসুন্ধরা কিংস

তপু বর্মন

সেণ্টারব্যাক

আবাহনী লিমিটেড

বসুন্ধরা কিংস

আতিকুর রহমান ফাহাদ

মিডফিল্ডার

আবাহনী লিমিটেড

বসুন্ধরা কিংস

ইয়াসিন খান

সেণ্টারব্যাক

শেখ রাসেল ক্রীড়া চক্র

বসুন্ধরা কিংস

বিশ্বনাথ ঘোষ

রাইটব্যাক

শেখ রাসেল ক্রীড়া চক্র

বসুন্ধরা কিংস

বিপলু আহমেদ

উইঙ্গার

শেখ রাসেল ক্রীড়া চক্র

বসুন্ধরা কিংস

মনির হোসেন

লেফটব্যাক

শেখ জামাল ধানমন্ডি

বসুন্ধরা কিংস

মোহাম্মাদ জালাল

(লেবানন জাতীয় দল)

স্ট্রাইকার

আল আহেদ

(লেবানন)

বসুন্ধরা কিংস

বিশ্বস্ত সূত্রমতে আবাহনী লিমিটেডে যোগ দিতে যাচ্ছেন যে খেলোয়াড়েরা

খেলোয়াড়ের নাম

পজিশন

পুরোনো ক্লাব

নতুন ক্লাব

নাসিরউদ্দিন চৌধুরী

সেণ্টারব্যাক

বসুন্ধরা কিংস

আবাহনী লিমিটেড

সোহেল রানা

মিডফিল্ডার

শেখ রাসেল

আবাহনী লিমিটেড

বিশ্বস্ত সূত্রমতে আরামবাগ ক্রীড়া সংঘে যোগ দিতে যাচ্ছেন যে খেলোয়াড়েরা

খেলোয়াড়ের নাম

পজিশন

পুরোনো ক্লাব

নতুন ক্লাব

মাহবুবুর রহমান সুফিল

ফরোয়ার্ড

বসুন্ধরা কিংস

আরামবাগ

সোহানুর রহমান

মিডফিল্ডার

বসুন্ধরা কিংস

আরামবাগ

নাসিরুল ইসলাম

রাইটব্যাক

সাইফ স্পোর্টিং ক্লাব

আরামবাগ

আসাদুজ্জামান বাবুল

সেণ্ট্রারব্যাক

সাইফ স্পোর্টিং ক্লাব

আরামবাগ

রাকিবুল ইসলাম

উইঙ্গার

রহমতগঞ্জ

আরামবাগ

রুম্মন

উইঙ্গার

শেখ রাসেল

আরামবাগ