শেষের ঝড়ে চ্যালেঞ্জিং সংগ্রহ আফগানদের

হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচটি নেন লিটন। ছবি: শামসুল হক
হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচটি নেন লিটন। ছবি: শামসুল হক
>ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে আগে ফিল্ডিং করে দুর্দান্ত শুরু পেয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই  আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে তুলে নেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর দ্বিতীয় ওভারে সাকিব আল হাসানকে তুলে মারতে গিয়ে উইকেট দিয়েছেন আরেক ওপেনার হজরউল্লাহ জাজাই। সাকিবের ওই ওভারের প্রথম বলে মুশফিকুর রহিম স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া না করলে বিপদ আরও বাড়ত আফগানিস্তানের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রানে থেমেছে আফগানিস্তান।

সাইফউদ্দিনের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ছক্কা মেরেছিলেন তিনে নামা নাজিব তারাকাই। পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে ডিপ উইকেটে সাব্বির রহমানের তালুবন্দী হন তিনি। ষষ্ট ওভারে নজিবুল্লাহ জাদরানকে মিড অফে ক্যাচে পরিণত করেন সাকিব। শুরুর দুই বোলার সাইফউদ্দিন ও সাকিব খুব ভালো শুরু এনে দেওয়ার পর যোগ দিয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম।

পঞ্চম উইকেটে জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছেন মোহাম্মদ নবী ও আসগর আফগান। ৬২ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ১৭তম ওভারে আফগানকে তুলে নিয়ে জুটি ভাঙেন সাইফউদ্দিন। মাঝে তিনটি ডেলিভারির পর গুলবদিন নঈবকেও তুলে নেন এ পেসার।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে হারের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচেও জয় তুলে নিতে চাইবে সাকিব আল হাসানের দল। জয়ী দল উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।