পাকিস্তানের হয়ে ক্ষমা চাইলেন ওয়াসিম

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ছবি: এএফপি
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ছবি: এএফপি

ঘটনা অনেকটাই রোমান সানার সঙ্গে মিলে যায়। বাংলাদেশের এ তিরন্দাজ এশিয়ান কাপে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেন আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু রোমানের এ সাফল্য নিয়ে দেশের মানুষের মধ্যে শোরগোল ছিল খুব কমই। অন্তত চলতি ত্রিদেশীয় সিরিজ নিয়ে মাতামাতির তুলনায় তো বটেই। একইভাবে পাকিস্তানের মুষ্টিযোদ্ধা মোহাম্মদ ওয়াসিমও সম্প্রতি সাফল্য তুলে নেওয়ার পর দেশের মানুষের কাছ থেকে তেমন একটা সাড়া পাননি। এ জন্য গোটা পাকিস্তানের পক্ষ থেকেই ওয়াসিমের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম

ওয়াসিম পাকিস্তানের পেশাদার মুষ্টিযোদ্ধা। ফ্লাইওয়েট পর্যায়ে লড়ে থাকেন। পেশাদার পর্যায়ে এ পর্যন্ত ১০টি লড়াইয়ের মধ্যে ৯টিতেই জিতেছেন ৩২ বছর বয়সী এ মুষ্টিযোদ্ধা। এর মধ্যে ৭টি লড়াইয়ে নক আউট করেছেন প্রতিপক্ষকে। গত সপ্তাহে দুবাইয়ে ফিলিপাইনের মুষ্টিযোদ্ধা কনরাডো তানামোরকে প্রথম রাউন্ডে মাত্র ৮২ সেকেন্ডের মধ্যে নক আউট করেন ওয়াসিম। কিন্তু তাঁর দেশে এ নিয়ে তেমন মাতামাতি হয়নি। এমনকি দেশে ফেরার পর বিমানবন্দরে কেউ তাঁকে সেভাবে অভ্যর্থনাও জানায়নি।

ওয়াসিম আকরামের টুইট। ছবি: টুইটার
ওয়াসিম আকরামের টুইট। ছবি: টুইটার

‘ফ্যালকন’ নামে খ্যাত এ মুষ্টিযোদ্ধা পরশু এ নিয়ে ক্ষোভ উগরে দিয়ে টুইটারে লেখেন, ‘বিমানবন্দরে অভ্যর্থনা (ইস্তেকবাল) পেতে আমি লড়াই করছি না। গোটা বিশ্বে পাকিস্তান যেন সমাদৃত হয় আমি সে জন্য লড়াই করছি। পাকিস্তানে কত ভালো মুষ্টিযোদ্ধা রয়েছে তা বিশ্বকে দেখাতে প্রতিটি লড়াই, প্রতিটি ক্যাম্প, প্রতিটি অনুশীলনই আমার জন্য সুযোগ।’

ওয়াসিমের কথায় সমর্থন জানিয়ে টুইট করেন ওয়াসিম আকরাম। ক্রিকেট ইতিহাসে তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা বাঁ হাতি পেসার হিসেবে স্বীকৃত এ কিংবদন্তি মোহাম্মদ ওয়াসিমের টুইটের লিংক জুড়ে দিয়ে টুইটারে লেখেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। কিছু সময় আসে যখন বাস্তবতার বজ্রমুষ্টি দিয়ে দেশের মুখে ঘুষি মেরে সবাইকে জাগাতে হয় এবং মনে করিয়ে দিতে হয় আমাদের দেশের নায়কদের কেমন সম্মান করা উচিত। এরপর বিমানবন্দরে আপনাকে অভ্যর্থনা জানাব আমি নিজে। জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন।’