ভয়ডরহীন পন্ত সাবধানী হোক, চাওয়া কোচের

ক্রিজে যতক্ষণ থাকেন, দৃষ্টি কেড়ে নেন কিন্তু এরপরই বাজে শট খেলে আউট হয়ে যান পন্ত। ছবি: এএফপি
ক্রিজে যতক্ষণ থাকেন, দৃষ্টি কেড়ে নেন কিন্তু এরপরই বাজে শট খেলে আউট হয়ে যান পন্ত। ছবি: এএফপি

ঋষভ পন্তের কাছে অনেক আশা ভারতের। মহেন্দ্র সিং ধোনির পর সব ফরম্যাটেই যেন পন্ত দায়িত্ব নিতে পারেন সে চেষ্টা করছে ভারত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এরই মধ্যে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে ভুল সময়ে ভুল শট খেলে মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন অনেকবারই। এ কারণে ভারতের ব্যাটিং কোচ পন্তকে সাবধান করে দিয়েছেন, ভয়ডরহীন ক্রিকেট খেলতে গিয়ে অসতর্ক হলে চলবে না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলছে ভারতের। রোববারের প্রথম ম্যাচটি ভেসে যাওয়া এখন দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট ছুড়ে দিয়ে আসার অভিযোগ উঠছে পন্তের বিপক্ষে। আগামীকালের ম্যাচের আগে পন্তকে তাই একটু পরামর্শ দেওয়ার সুযোগ পেয়েছেন দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ‘আমরা অবশ্যই চাই সে সব ধরনের শট খেলুক। ওকে ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে কারণ এটাই ওকে আলাদা করে দেয়। সে খেলা বদলে দিতে পারে। কিন্তু তাই বলে অসাবধান হওয়া চলবে না।'

শুধু পন্তই নয়, দলের তরুণ সব ক্রিকেটারকেই একই পরামর্শ দিতে চান রাঠোর। তাঁর ধারণা, আক্রমণাত্মক ক্রিকেটেও যে শৃঙ্খলা ধরে রাখা যায় এটা জানা দরকার তরুণদের, ‘সে (পন্ত) একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু তার ক্রিকেটে আরও শৃঙ্খলা আনতে হবে। সব তরুণ ক্রিকেটারেরই জানা উচিত ভয়ডরহীন ক্রিকেট আর বোকামির মধ্যে তফাত আছে।'

২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো। অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবর-নভেম্বরে হবে এই টুর্নামেন্ট। শুরুর দিকে শুধু বিনোদন হিসেবে দেখা হলেও এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমবারের চ্যাম্পিয়ন ভারতও তাই চাইছে আরেকবার শিরোপার স্বাদ পেতে, ‘আগে টি-টোয়েন্টি খুব একটা গুরুত্ব দিয়ে দেখা হতো না। এখন যেহেতু বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া হয় আগামী সব ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী যে ২০-২১ ম্যাচ খেলব আমরা তার সবই বিশ্বকাপের প্রস্তুতির অংশ।’