আরও ব্যালন ডি'অর চান রোনালদো

আরও ব্যালন ডি’অরে মেসিকে পেছনে ফেলতে চান রোনালদো! ছবি : এএফপি
আরও ব্যালন ডি’অরে মেসিকে পেছনে ফেলতে চান রোনালদো! ছবি : এএফপি
>দুজনই ব্যালন ডি’অর জিতেছেন পাঁচবার করে। বিশ্বের সেরা খেলোয়াড়ের আনুষ্ঠানিক খেতাব পাঁচ বার করে মেসি-রোনালদো, দুজনের ঘরেই গেছে। তাতেও সন্তুষ্ট নন রোনালদো। এই ৩৪ বছর বয়সে এসেও মেসিকে টপকে যাওয়ার অদম্য ইচ্ছা তাঁর। দাবি করেছেন, মেসির চেয়ে আরও দুই-তিনটি ব্যালন ডি’অর বেশি জিততে চান তিনি!

দুজনের ফুটবলীয় শ্রেষ্ঠত্ব নিয়ে যে কত কোটি দিস্তা কাগজ ব্যয় হয়েছে, তার হিসেব নেই। এখনো ফুটবলের রেকর্ড বইয়ে নতুন নতুন অধ্যায় রচনা করছেন তাঁরা— লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে গোটা একটা যুগ কাটিয়ে দেওয়ার পরেও এই দুজনই ফুটবল শ্রেষ্ঠত্বের শেষ কথা। কারও খিদে মেটেনি। পাঁচটি করে ব্যালন ডি’অর জেতার পরেও এখনো একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর লড়াইটা চালিয়ে যাচ্ছেন এ দুই মহাতারকা। তবে একটা জায়গায় মেসির চেয়ে বোধ হয় রোনালদো কিছুটা এগিয়ে আছেন—সেটি উদ্যম। রোনালদো এখনো মনে করেন মেসি যদি পাঁচটি ব্যালন ডি’অর জিতে থাকেন, তাহলে তাঁর অন্তত সাতটি জেতা উচিত। মোটকথা, আর্জেন্টাইন তারকার চেয়ে ক্যারিয়ারের শেষে একটু হলেও এগিয়ে থাকতে চান তিনি।

ব্রিটিশ টিভি তারকা পিয়ার্স মরগানকে কিছু দিন আগেই একটা সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। আইটিভিতে প্রচারিত সেই সাক্ষাৎকারটিতে উঠে এসেছে বিভিন্ন প্রসঙ্গ। এর মধ্যে আছ মেসির সঙ্গে দ্বৈরথের বিষয়টাও। সেখানেই নিজের ইচ্ছার কথা বলেছেন রোনালদো। মেসির চেয়েও বেশি ব্যালন ডি'অর জিতে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা তাঁর, ‘ইতিহাসের পাতায় মেসির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু আমার মনে হয়, ওর থেকে নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমাকে অন্তত ছয়টা বা সাতটা বা আটটা ব্যালন ডি’অর জিততে হবে। জিততে আমার খারাপ লাগবে না। বরং আমার মনে হয়, মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর পাওয়ার ব্যাপারে বেশি যোগ্য আমি।’

নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে রোনালদো নিঃসন্দেহ, ‘আমি নিশ্চিত, ফুটবলের ইতিহাসে আমার জায়গা হয়ে গেছে। এত বছর ধরে আমি যা করেছি, যা করছি, এর পর ক্যারিয়ার শেষে সবাই আমাকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হোসেনের মানবে। মানুষ তর্ক করে কে এক নম্বর, কে দুই নম্বর। আমার অত চিন্তা নেই। কারণ আমি জানি আমি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়।’