'বাদ পড়ার আগেই ধোনির সরে দাঁড়ানো উচিত'

সুনীল গাভাস্কার ও মহেন্দ্র সিং ধোনি। এএফপি ফাইল ছবি
সুনীল গাভাস্কার ও মহেন্দ্র সিং ধোনি। এএফপি ফাইল ছবি

বিশ্বকাপের আগ থেকেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন কবে? ধোনি নিজে এসব কথাবার্তাকে পাত্তা দেননি। বিশ্বকাপ শেষে সময় কাটালেন ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও খেলছেন না। অবসর নিয়েও কিছু বলেননি ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে অনেকেই ধোনির প্রয়োজন দেখছেন না। ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার সে দলেরই একজন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের মতামত দিয়েছেন গাভাস্কার। ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ দেখে ফেলেছেন গাভাস্কার। তাঁকে ভাবনার বাইরে রেখেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে দল গোছাতে হবে। ভারতকে বিশ্বকাপ জেতানো সাবেক এ অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে গাভাস্কার বলেন, ‘ধোনির মনে কী আছে তা কেউ জানে না। ভারতীয় ক্রিকেটের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনাটা শুধু সে-ই খোলাসা করতে পারে। কিন্তু আমি মনে করি ভারতের উচিত সামনে তাকানো। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসতে আসতে ধোনির বয়স ৩৯ বছর হয়ে যাবে।’

গাভাস্কার এটুকু বলেই ক্ষান্ত হননি। ভারতের সাবেক এ ওপেনার সরাসরি বলেছেন, নির্বাচকদের কাছ থেকে গলা ধাক্কা খাওয়ার আগেই সম্মানের সঙ্গে বিদায় নেওয়া উচিত ধোনির। ভারতের অন্যতম সেরা অধিনায়ক এভাবে বিদায় নিলেন সেটি অপমানজক হবে বলেই মনে করেন গাভাস্কার, ‘দলে তার মূল্য সব সময়ই অসাধারণ। শুধু রান করা কিংবা স্টাম্পিং না, সে মাঠে থাকলে অধিনায়ক সব সময়ই উপকৃত হবে। কিন্তু আমি মনে করি সময়টা (বিদায় নেওয়ার) এসে গেছে। সবারই নিজস্ব ভাবনা-চিন্তা থাকে। তবে ধোনির প্রতি আমি সর্বোচ্চ সম্মানটুকু রেখেই বিশ্বাস করি, দল থেকে বাদ পড়ার আগেই তার সরে দাঁড়ানো উচিত। সে নিজের ইচ্ছেয় গেলেই ভালো।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগে ধোনির অবসর প্রসঙ্গে নিজ ভাবনার কথা বলেছিলেন ভারতের অধিনায়ক কোহলি। তাঁর মতে, ধোনি কবে অবসর নেবেন সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁর মতো ক্রিকেটার ভারতীয় দলে এখনো ‘অনেক মূল্যবান’ বলেই মনে করেন কোহলি।