ভারতের ১৯৩ তাড়া করতে পারল না অনূর্ধ্ব-২৩

ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩৪ রানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৩৪ রানে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
>লক্ষ্ণৌতে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বিসিবি ভারতে সফরের যে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটা দিয়েছিল, সেখানে ছিল না আবু হায়দারের নাম। যদিও তিনি এই দলের হয়ে ভারত সফরে আছেন। আজকের ভুলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নয়, করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইট।

লক্ষ্ণৌতে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ খেলতে নেমেছিল পাঁচ ম্যাচ সিরিজের প্রথম এক দিনের ম্যাচটি। বিসিসিআইয়ের স্কোর কার্ড বলছে, এই ম্যাচে বাংলাদেশের সফলতম বোলার হচ্ছেন মেহেদী হাসান মিরাজ, ১০ ওভারে ২ মেডেনে ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে করেছেন ২০ রান। অথচ মিরাজ এই মুহূর্তে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আছেন শ্রীলঙ্কা সফরে! লক্ষ্ণৌ থেকে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার মুঠোফোনে দূর করলেন ভ্রান্তিটা, ‘এ হচ্ছে শেখ মেহেদী হাসান, আমাদের আরেকজন অফ স্পিনার। মিরাজ তো শ্রীলঙ্কায় গেছে।’

মিরাজ আছেন শ্রীলঙ্কা সফরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের স্কোরবোর্ডে ছিল তাঁর নাম। ছবি: বিসিসিআই ওয়েবসাইট।
মিরাজ আছেন শ্রীলঙ্কা সফরে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের স্কোরবোর্ডে ছিল তাঁর নাম। ছবি: বিসিসিআই ওয়েবসাইট।

বিসিসিআইয়ের ওয়েবসাইটের মতো ব্যাটিংয়ে ভুল করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ব্যাটসম্যানরা। ভারতীয়দের দেওয়া ১৯৩ রানের সহজ লক্ষ্যটাই তাঁরা পেরোতে পারেননি। হেরেছে ৩৪ রানে। ৪৬ রানে বাংলাদেশ হারিয়ে বসে ৫ উইকেট। তবুও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল জাকির হোসেনের ব্যাটে ভর করে । কিন্তু সেটিও হলো না। মাংসপেশিতে টান লেগেছে ৪৮ রান করা জাকিরের। মাঠ থেকে তাঁকে হাসপাতালেও যেতে হয়েছে। হাবিবুল বললেন, ‘অতিরিক্ত গরমে পানিশূন্যতায় ভুগেছে জাকির, মাংসপেশিতে টান সম্ভবত এ কারণেই। ওর ব্যাটিংয়ে বেশ ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম আমরা। দুর্ভাগ্য জাকির অসুস্থ হয়ে পড়ল। গুরুতর কিছু নয়। তবে পরের ম্যাচে তাঁকে হয়তো পাওয়া যাবে না।’

১৯৩ রান তাড়া করতে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৪৮.৪ ওভারে ১৫৮ রান করে অলআউট। অথচ বাংলাদেশের বোলাররা কী দুর্দান্ত বোলিংটাই না করেছিলেন। ভারতীয় অনূর্ধ্ব-২৩ দল বড় স্কোরই গড়তে দেননি তাঁরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় বৃথাই গেছে মেহেদীদের চেষ্টা।

পাঁচ ম্যাচ সিরিজের পরেরটি কাল।