ব্যালন ডি'অর জিততে পারেন নেইমার

সেরা ফর্মে ফিরছেন নেইমার। ছবি: এএফপি
সেরা ফর্মে ফিরছেন নেইমার। ছবি: এএফপি

একদিন ব্যালন ডি'অর নেইমারের হবে। একথা নতুন কিছু নয়। সেই ২০১১ সাল থেকেই ফুটবল বিশ্লেষকরা এটা শোনাচ্ছেন সবাইকে। কিন্তু ৮ বছর প্রতিক্ষার পরও বিশ্বসেরা হতে পারেননি। ব্যালন ডি'অরের পডিয়ামে উঠেছেন বার দুয়েক। কিন্তু তৃতীয় হয়েই সন্তুষ্ট হতে হয়েছে তাঁকে। ২০১৯ সালের ফিফার সেরা খেলোয়াড়ের নাম জানানো হবে আজ। ফিফা বেস্টের সেরা দশে জায়গা হয়নি নেইমারের। তবে তাঁর সতীর্থের দাবী এবার না হলেও আগামী মৌসুমে ব্যালন ডি'অর জিততে পারেন পিএসজি ফরোয়ার্ড।

এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পিএসজিতে এসেছেন আন্দের হেরেরা। বিলবাওর এই মিডফিল্ডার এসেই দেখেছেন দলবদলের নাটক। দুউই মাসের দলবদলের সময়টা নেইমার পিএসজি ছাড়া চেষ্টা চালিয়ে গেছেন। এ সময়ে মাঠে নামেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। দলবদলের সময় পেরিয়ে যাওয়ার অবশ্য ঠিকই খেলতে নামছেন নেইমার। টানা দুই ম্যাচে শেষ মুহূর্তে তাঁর গোলেই জিতেছে পিএসজি। এমন পারফরম্যান্সের পরই হেরেরা দাবি করেছেন এ মৌসুমেই বিশ্ব সেরার ট্যাগটা গায়ে লাগাতে পারবেন নেইমার।

লেকিপের সঙ্গে কথোপকথনে হেরেরা বলেছেন, ‘নেইমারের সঙ্গে খেলতে পেরে আমি খুব আনন্দিত। ওর দলবদল নিয়ে আমি কিন্তূ কোনো কথা বলব না। এখন সে আমাদের সঙ্গে আছে। অসাধারণ এক খেলোয়াড় যে ব্যালন ডি'অর জিততে পারে। এ মৌসুমেই, এ বছরেই। না হলে দুই বছরে। আমরা খুব খুশি। আশা করি পুরো মৌসুম সে এভাবেই খেলতে পারবে।’

নেইমারের খেলায় তৃপ্ত দলের কোচ টমাস টুখেলও, ‘সে আরও ভালো খেলতে পারে। ভুলে যাবেন না, চার মাসের মধ্যে মাত্র দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে। ও আরও ভালো খেলবে,যখন ওর শারীরিক সক্ষমতা আরও বাড়বে। কিন্তু এটা নেইমার, সে সবসময় ম্যাচের ফল ঠিক করে দেয়। সে সব সময় আক্রমণের কথা চিন্তা করে। কঠিন ম্যাচে এমন খেলোয়াড়ই দরকার যারা পার্থক্য গড়ে দিতে পারে।’