সংবর্ধনার সঙ্গে পদোন্নতির সুসংবাদ পেলেন রোমান সানা

রোমান সানার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আনসার কর্মকর্তারা। কাল খিলগাঁওয়ের আনসার সদর দপ্তরে। ছবি: সৌজন্য ছবি।
রোমান সানার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আনসার কর্মকর্তারা। কাল খিলগাঁওয়ের আনসার সদর দপ্তরে। ছবি: সৌজন্য ছবি।

এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টে সোনা জয় করেছেন। এমন অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পেয়েছেন অভিনন্দন ও সংবর্ধনা। দেশসেরা তিরন্দাজ রোমান সানাকে এবার সংবর্ধনা দিয়েছে তাঁর প্রতিষ্ঠান বাংলাদেশ আনসার। তাঁর পদোন্নতির ঘোষণাও দিয়েছে বাহিনীর মহাপরিচালক।

গতকাল খিলগাঁও আনসার সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে রোমান সানাকে সংবর্ধনা দেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত রোমান বলেন, ‘অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা কিংবা এশিয়ার সেরা—সব সাফল্যের পেছনে অন্যতম অবদান আমার প্রতিষ্ঠান আনসারের। তাদের জন্যই এত দূর আসতে পেরেছি। ফেডারেশন আমাকে ভালো কোচ ও অনুশীলনের সুযোগ দিলেও আনসার আমাকে আর্থিক নিশ্চয়তা দিচ্ছে।’

সেই নিশ্চয়তা আরও বেড়েছে। কাল সংবর্ধনায় রোমান সানার পদোন্নতি ও আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন আনসার মহাপরিচালক। এতে রোমান বেশ খুশি, ‘আমি মহাপরিচালক স্যারের কাছে কৃতজ্ঞ। তাঁর ভালোবাসায় আমি আর্চারিতে আরও এগিয়ে যাচ্ছি। স্যার পদোন্নতির কথা বলেছেন। আমি এতে খুশি। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে। এই প্রণোদনা আমাকে অনেক উৎসাহিত করবে ভালো খেলতে।’ আনসারের ক্রীড়া অফিসার রায়হানউদ্দিন ফকির বলেন, ‘রোমান সানা আনসারের গর্ব। আমাদের একজন ক্রীড়াবিদ অলিম্পিকে খেলবে—এটা আমাদের সবার গর্ব। রোমান সানাকে দেখে আনসারের আরও ক্রীড়াবিদরা উৎসাহিত হবে।’

গত জুনে হল্যান্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে উঠেই টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন রোমান। এরপর ওই প্রতিযোগিতায় জেতেন ব্রোঞ্জ। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে গত ১৩ সেপ্টেম্বর ফিলিপাইনে এশিয়া কাপ র‌্যাঙ্কিং টুর্নামেন্টে সোনা জেতেন খুলনার যুবক রোমান।