দুই দলই বলছে, 'রিজার্ভ ডে' থাকতে পারত

বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ–আফগানিস্তান ফাইনাল। ছবি: প্রথম আলো
বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ–আফগানিস্তান ফাইনাল। ছবি: প্রথম আলো

এমনি ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। সেখানে বাংলাদেশ আবার খেলছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। স্বাভাবিকভাবেই আজকের ফাইনাল নিয়ে তুমুল আগ্রহ ছিল দর্শকদের। কিন্তু সব আশায় গুঁড়ে বালি। বৃষ্টিবাগড়ায় বাংলাদেশ–আফগানিস্তানের ফাইনালটাই হয়নি।

বিকেল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবিরত বৃষ্টি। বৃষ্টির থামাথামি নেই, তবুও হাজার হাজার দর্শক কাকভেজা হয়ে অপেক্ষায় রইলেন গ্যালারিতে। যদি থামে বৃষ্টি! বৃষ্টি আর থামেনি। ফাইনালও আর হয়নি। যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে দুই দলই। কিন্তু দর্শকেরা এমন ফাইনাল নিশ্চয়ই দেখতে চায়নি। তাই প্রশ্ন উঠেছে, ফাইনালের জন্য কি রিজার্ভ ডে থাকতে পারত না?

বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মাহমুদউল্লাহ রিজার্ভ ডে রাখার পক্ষেই মত দিলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে মনে করি রিজার্ভ ডে থাকলে হয়তো ভালো হতো। আমরা ফাইনালটা খেলতে পারতাম। আমাদের ক্রিকেটের জন্যই ভালো হতো।’

আফগানিস্তান অধিনায়ক রশিদ খানেরও একই কথা, ‘ফাইনালে থাকতে পারত রিজার্ভ ডে, থাকলে ভালো হতো। ড্রেসিংরুমে আমরা এটাই আলোচনা করছিলাম। যদি ফাইনালে রিজার্ভ ডে থাকত কতই না ভালো হতো! ফাইনালের মতো এত বড় ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল, একজন খেলোয়াড় হিসেবে হতাশ। আশা করি সামনে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হবে।’


বিসিবি সভাপতি নাজমুল হাসান অবশ্য মনে করেন না রিজার্ভ ডে থাকলেই ফাইনাল ঠিকঠাক হতো, 'দর্শকের জন্য খুব খারাপ লাগছে। রিজার্ভ ডে থাকলেই যে বৃষ্টি হবে না এমন কোনো কথা নেই। এটা বলা কঠিন। কালও তো বৃষ্টি হওয়ার পূর্ভাবাস আছে। পূর্ভাবাস অনুযায়ী, আজ ৬টার পর বৃষ্টি থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্য হয়ে গেছে।'