ফারাজ গোল্ডকাপে দ্বিতীয় পর্বে আইইউবি ও বুটেক্স

>২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ফারাজ আইয়াজ হোসেন। হত্যাকারীদের নির্মমতার মুখে বন্ধুত্ব আর মানবিকতার প্রতীক হয়ে উঠেছিলেন ফারাজ। মৃত্যুঞ্জয়ী এ তরুণের আত্মত্যাগকে স্মরণ ও তাঁর আদর্শকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সোনালি অতীত ক্লাব তৃতীয়বারের মতো আয়োজন করেছে ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ইউল্যাবের বিপক্ষে বল দখলের লড়াইয়ে বুটেক্স। ছবি: প্রথম আলো
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ইউল্যাবের বিপক্ষে বল দখলের লড়াইয়ে বুটেক্স। ছবি: প্রথম আলো

ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে ইন্ডিপেনডেন্ট (আইইউবি) বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। গ্রুপ পর্বে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আইইউবি। টানা দুই জয়ে সবার আগে শেষ ষোলোতে তারা। দলের পক্ষে জোড়া গোল করেছেন ইনতিশার মোস্তফা চৌধুরী।

একই দিনে অন্য গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউল্যাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে তারা। দলের পক্ষে জোড়া গোল করেছেন নাফিজ আহমেদ। এ নিয়ে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৫ গোল করেছে বুটেক্স। হজম করেছে এক গোল।

গোলের পর আইইউবির ফুটবলারদের উল্লাস। ছবি: প্রথম আলো
গোলের পর আইইউবির ফুটবলারদের উল্লাস। ছবি: প্রথম আলো

টুর্নামেন্টে আলো ছড়াচ্ছেন আইইউবির ইনতিশার। দুই ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা, করেছেন ৪ গোল। গত আসরের সেমিফাইনালে বাদ পড়া দলকে এবার ফাইনালে দেখতে চান এ স্ট্রাইকার, ‘আমার এবার লক্ষ্যই আছে ১০ গোল করার। প্রতি ম্যাচেই যেন ভালো পারফর্ম করতে পারি সেটাই আশা করি। দুই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হয়েছি এ জন্য আত্মবিশ্বাস অনেক বেড়েছে। দলকে জেতাতে পারছি বলে অনেক ভালো লাগছে।’

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজানে মর্মান্তিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন ফারাজ আইয়াজ হোসেন। জঙ্গিরা প্রথমে ছেড়ে দিয়েছিল তরুণ ফারাজকে। কিন্তু বন্ধুকে মৃত্যুর মুখে রেখে ফিরে আসার চিন্তা করেননি ফারাজ। নিজের জীবন বিসর্জন দিয়েই বুঝিয়ে দিয়েছেন, শান্তি ও ভ্রাতৃত্বই হওয়া উচিত তারুণ্যের আদর্শ। সে আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে ফুটবল উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে টানা তৃতীয়বারের মতো ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ আয়োজন করেছে সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাব।

২২ দলের টুর্নামেন্টে ৮টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো নিয়ে হবে নকআউট পর্ব। উদ্বোধনী ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ ২ লাখ।