'এল ক্লাসিকো'র সময় নিয়ে অসন্তোষ

লিগে এবার ভালো শুরু পায়নি বার্সেলোনা। ছবি: এএফপি
লিগে এবার ভালো শুরু পায়নি বার্সেলোনা। ছবি: এএফপি

মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ এবার দেখা যাবে বিকেলে। আগামী ২৬ অক্টোবর ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। লা লিগা কর্তৃপক্ষ এবং এবারের মৌসুমে লিগের সম্প্রচার স্বত্বাধিকারী মুভিস্টার কাঙ্ক্ষিত এ দ্বৈরথের সময়সূচি নিশ্চিত করেছে।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এল ক্লাসিকোয় মাঠে গড়ানোর সময়ে খুশি হতে পারেনি দেশটির ফুটবলপ্রেমীরা। কারণ স্পেনের স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি গড়াবে দুপুরে। তবে এর আগেও এ সময়ে এল ক্লাসিকো মাঠে গড়িয়েছে। ২০১৭-১৮ মৌসুমে রিয়ালের মাঠে দুপুরে (স্পেনের স্থানীয় সময়) এল ক্লাসিকো মাঠে গড়িয়েছিল। তখনো ম্যাচের সময়সূচি নিয়ে ভীষণ সমালোচনা হয়েছিল স্পেনে। ম্যাচটা ৩-০ গোলে হেরেছিল রিয়াল।

সংবাদমাধ্যম জানিয়েছে, এল ক্লাসিকোর সময় নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়েরাও খুশি হতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা করছেন স্পেনের ফুটবলপ্রেমীরা। অনেকের মতে, চীনে লা লিগার জনপ্রিয়তা বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার পর এটাই হবে কোচ জিনেদিন জিদানের প্রথম এল ক্লাসিকো। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের তিনে রয়েছে রিয়াল। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে বার্সেলোনা।