নেইমার জেতাতে পারলেন না পিএসজিকে

রাতটা হতাশায় কেটেছে নেইমারের। ছবি : এএফপি
রাতটা হতাশায় কেটেছে নেইমারের। ছবি : এএফপি
>ফরাসি লিগে গত রাতে হোঁচট খেয়েছে নেইমারের পিএসজি। পুঁচকে রিমসের কাছে নিজেদের মাঠেই ২-০ গোলে হেরেছে তারা।

এই ম্যাচে আর নায়ক হতে পারলেন না নেইমার। গত দুই ম্যাচে শেষ মুহূর্তের গোল করে পিএসজিকে বাঁচিয়েছিলেন তিনি। পিএসজির অসন্তুষ্ট সমর্থকদের চোখের মণি হয়েছিলেন দুই ম্যাচে দুই গোল করে। তবে নেইমার শেষ মুহূর্তে গোল করে দলকে বাঁচালেও ব্রাজিল তারকাকে ছাড়া যে পিএসজি গোল করতে পারছে না, সেটা স্পষ্টতই বোঝা যাচ্ছিল। নেইমার যেদিন গোল করতে পারবেন না, সেদিন কী হবে? সংশয়টা ছিলই। সেই সংশয় সত্যি হলো গত রাতে। নেইমারও গোল করতে পারেননি, পিএসজিও হেরে বসেছে। তাও আবার নিজেদের মাঠে। লিগে রিমসের কাছে ২-০ গোলে হেরে বসেছে তারা।

নিজেদের মাঠে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল পিএসজি। লিগে এই মৌসুমে এর মধ্যেই দুবার হারল তারা।

ম্যাচে বেশ কিছু মূল তারকাকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি, উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি, জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার - মোটামুটি সবাই চোটে আক্রান্ত। ইদ্রিসা গেয়ে, মার্কিনহোস, টমাস মুনিয়ের, থিয়াগো সিলভা ও অ্যানহেল ডি মারিয়াকেও প্রথমে মাঠে নামাতে চাননি কোচ টমাস টুখেল। ভেবেছিলেন, পুঁচকে রিমসকে নিজেদের মাঠে দ্বিতীয় দল খেলিয়েই হারাতে পারবেন। সেটা হয়নি। মূল খেলোয়াড়দের ছাড়া পিএসজি যেন খেই হারিয়ে ফেলেছিল। নেইমারও তেমন ফর্মে ছিলেন না।

ফলে যা হওয়ার তাই হয়েছে। ২৯ মিনিটে ফরাসি মিডফিল্ডার হাসানে কামারা গোল করে রিমসকে এগিয়ে দেন। ডান প্রান্ত থেকে আসা মাপা ক্রসে মাথা ঠেকিয়ে গোল করেন কামারা। গোটা ম্যাচ জুড়ে সেই গোল শোধ করতে পারেননি নেইমাররা। উল্টো ম্যাচের একদম শেষ মুহূর্তে ফরাসি স্ট্রাইকার বুলায়ে দিয়ার গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিমস। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে পিএসজির জয়ের নায়ক অ্যানহেল ডি মারিয়া শেষ নেমেও দলকে জেতাতে পারেননি। গোটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন রিমসের জিম্বাবুইয়ান মিডফিল্ডার মার্শাল মুনেতসি।

৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। তবে দ্বিতীয় স্থানে থাকা অ্যাঙ্গার্স তাদের চেয়ে শুধু গোল ব্যবধানেই পিছিয়ে আছে।