ফেদেরার-নাদাল 'সবচেয়ে ভালো বন্ধু' নন

পাশাপাশি একই দলের সমর্থনে ফেদেরার-নাদাল ; লেভার কাপে এই দৃশ্য দেখা গেছে নিয়মিত। ছবি : এএফপি
পাশাপাশি একই দলের সমর্থনে ফেদেরার-নাদাল ; লেভার কাপে এই দৃশ্য দেখা গেছে নিয়মিত। ছবি : এএফপি
>রজার ফেদেরার আর রাফায়েল নাদাল— এই দুজন না থাকলে আধুনিক টেনিসের আবেদন হয়তো কমে অর্ধেক হয়ে যেত। নিজেদের প্রতিদ্বন্দ্বিতাকে এই দুই কিংবদন্তি এমন একপর্যায়ে নিয়ে গেছেন, অন্যান্য খেলোয়াড়েরা যেটির দিকে কেবল ঈর্ষাভরেই তাকাতে পারেন। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী এই দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কেমন? এক সাক্ষাৎকারে সেটা জানিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার।

কিছুদিন আগেই শেষ হয়ে গেল লেভার কাপ। রজার ফেদেরার-রাফায়েল নাদালের ‘টিম ইউরোপ’ টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে, ‘টিম ওয়ার্ল্ড’ কে হারিয়ে। তিন দিনের এই টুর্নামেন্টে কাঁধে কাঁধ মিলিয়ে টিম ইউরোপকে জেতানোর জন্য লড়েছেন ‘ফেদাল’ ; জন্ম দিয়েছেন অবিস্মরণীয় কিছু মুহূর্তের। এই লেভার কাপ না থাকলে কে দেখতে পেত, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এতটা সম্মান, এতটা বন্ধুত্ব আছে? আসলেও কী ব্যক্তিগত জীবনে এই দুজন এমন হরিহর আত্মা?

টিভিএ স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে খোলাখুলি বলেছেন রজার ফেদেরার। দুজন দুজনকে যে বেশ ভালো বোঝেন, সেটা মেনেছেন এই সুইস তারকা, ‘সত্যি বলতে কি, আমরা দুজন দুজনকে বেশ ভালো বুঝতে পারি। ওর যে গুণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো ও আমার প্রতি অনেক সৎ ও মনখোলা। কোনো লুকোছাপা নেই ওর মধ্যে।’

ফেদেরার এ পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০টি। পরিসংখ্যানের হিসেবে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল পুরুষ টেনিস তারকা তিনি। তবে নাদালও খুব বেশি পেছনে নেই। উনিশটা গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেদেরারের কাঁধে নিশ্বাস ফেলছেন এই স্প্যানিশ তারকা। হয়তো ইতিহাসের সবচেয়ে সফল পুরুষ টেনিস তারকা হিসেবে অচিরেই ফেদেরারকে টপকে যাবেন নাদাল। স্বাভাবিকভাবেই, প্রতিদ্বন্দ্বিতা ও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর এই দৌড়ে বন্ধুত্বের অনুভূতিগুলো দুজনের মনের মধ্যে সেভাবে ডানা মেলতে পারে না। ফেদেরার সেটা স্বীকারও করেছেন। বলেছেন, স্বাভাবিকভাবেই দুজন দুজনের সবচেয়ে ভালো বন্ধু নন, ‘আমরা কি দুজন দুজনের সবচেয়ে ভালো বন্ধু? আমার মনে হয় না। ওর আমার থেকে আরও ভালো বন্ধু আছে। আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে দিন শেষে, ব্যাপারটা পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের। কোর্টে যখন আমরা ট্রফির জন্য লড়াই করি, তখন আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।’