ক্রিকেট ঘুরে দাঁড়াবে, সাকিবের আশাবাদ

কাল নিউইয়র্কে ইউনিসেফের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। ছবি: ইউনিসেফ বাংলাদেশের টুইটার পেজ
কাল নিউইয়র্কে ইউনিসেফের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। ছবি: ইউনিসেফ বাংলাদেশের টুইটার পেজ
>সাকিব আল হাসান মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতা সাময়িক। দল আবার ঘুরে দাঁড়াবে। নিউইয়র্কে ইউনিসেফের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সাকিব এ কথা বলেন।

বাংলাদেশ ক্রিকেট নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়ক মনে করেন বাংলাদেশ ক্রিকেট দল এ মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বাজে সময় কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে দল আবার ছন্দে ফিরবে।

বৃহস্পতিবার নিউইয়র্কে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজের আশাবাদের কথা জানান সাকিব। তরুণদের দক্ষতার উন্নয়নে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ ভালো দল। এ ধরনের দল মাঝেমধ্যে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা এখন এ অবস্থার মধ্যে আছি।’

ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার মনে হয় ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না। আমরা অতীতে যে ধরনের ক্রিকেট খেলেছি, সেটা আবারও খেলা শুরু করব।’ সাকিব ইউনিসেফের অন্যতম শুভেচ্ছাদূত।

বাংলাদেশের সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার পর ২০২১ সালে পরেরটি অনুষ্ঠিত হবে ভারতে। সাকিব এ দুটি বিশ্বকাপে ভালো করতে চান। দেশের মুখ উজ্জ্বল করতে চান, ‘আমাদের সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবার কাছে দোয়া চাই যেন এ দুই আসরে ভালো করে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’