আবাহনীকে ৫ গোলে উড়িয়ে দিল সাইফ

>অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবলের ফাইনালে উঠেছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের খেলোয়াড়দের ওপর ভর করে কাঠমান্ডু মাতাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ জাতীয় দলও
কাঠমান্ডুতে বাংলাদেশের জার্সিতে সাইফের খেলোয়াড়দের দুর্দান্ত দাপটের পর ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে সাইফ যুব দল। ছবি: বাফুফে
কাঠমান্ডুতে বাংলাদেশের জার্সিতে সাইফের খেলোয়াড়দের দুর্দান্ত দাপটের পর ঘরোয়া টুর্নামেন্টের ফাইনালেও উঠেছে সাইফ যুব দল। ছবি: বাফুফে

আজ দারুণ একটি দিন পার করল সাইফ স্পোর্টিং ক্লাব। অনূর্ধ্ব-১৮ ক্লাব ফুটবলে আবাহনী লিমিটেডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে তারা। একই দিনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে সাইফের খেলোয়াড়দের ওপর ভর করে ভুটানকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। কাঠমান্ডু থেকে ঢাকা—বাংলাদেশের ফুটবলে করপোরেট ক্লাবটির জয়জয়কার চলছে।

দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নাম লিখিয়ে অনেক আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে সাইফ। বর্তমানে ক্লাবটিতে কাজ করছেন ৬ জন ইউরোপিয়ান কোচ। ক্লাবটির সবচেয়ে বড় অবদান বয়সভিত্তিক ফুটবল দল তৈরি করা। বছরব্যাপী দুটি বয়সভিত্তিক দলকে অনুশীলন করিয়ে থাকে। এর একটি খেলছে অনূর্ধ্ব-১৮ ক্লাব টুর্নামেন্টে। আজ আবাহনীকে হারিয়ে উঠে গিয়েছে ফাইনালেও। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী সাইফের কিশোর ফুটবলারদের সামনে দাঁড়াতেই পারেনি। প্রথমার্ধের ২ গোলের পর দ্বিতীয়ার্ধে আবাহনীর জালে আরও ৩ গোল। হ্যাটট্রিক করেছেন সাকিব ব্যাপারী। একটি করে গোল করেছেন মাজান মাহাত ও তাজউদ্দিন। রবিবার টুর্নামেন্টের ফাইনালে তাদের প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং ক্লাব।

ঘরোয়া ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে সাইফের ফুটবলারদের দাপট। কাঠমান্ডুতে চলমান অনূর্ধ্ব-১৮ সাফে বাংলাদেশ দলের ৮ জন সাইফের জার্সিতে সারা বছর অনুশীলন করে থাকেন। এর মধ্যে একাদশেই আছেন ৬ জন। আজ ভুটানের বিপক্ষে ৪ গোলের প্রথম তিনটিই এসেছে সাইফের খেলোয়াড়দের পা থেকে। তারা হলেন তানভির হোসেন, ফয়সাল হোসেন ফাহিম ও মারাজ হোসেন। এই টুর্নামেন্টে বাংলাদেশ মোট গোল করেছে ৮টি। এর সাতটিই এসেছে সাইফের খেলোয়াড়দের পা থেকে।