অশ্বিন যে রেকর্ডে মুরালির চেয়ে এগিয়ে-পিছিয়ে সমান

বিশাখাপত্তম টেস্টে আবারও নিজেকে প্রমাণ করলেন অশ্বিন। ছবি: এএফপি
বিশাখাপত্তম টেস্টে আবারও নিজেকে প্রমাণ করলেন অশ্বিন। ছবি: এএফপি

সুনীল গাভাস্কারের কথা কি এখন কানে তুলবেন ভারতের নির্বাচকেরা? দেশটির কিংবদন্তি এ ব্যাটসম্যান বিশাখাপত্তম টেস্টে তৃতীয় দিনে বলেছিলেন, ভারত যেখানেই খেলুক অশ্বিনকে দলে রাখা উচিত। গাভাস্কারের এমন কথা বলার কারণ, বিশাখাপত্তমে এ বছর নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন অশ্বিন। আর বছরে নিজের প্রথম ম্যাচেই অশ্বিন ভাগ বসালেন মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডে।

হিসেবটা আগেই করা ছিল। লঙ্কান কিংবদন্তির রেকর্ডে ভাগ বসাতে অশ্বিনের চাই আর ৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসেই ৭ উইকেট নিয়ে সিংহভাগ কাজ সেরে রেখেছিলেন এ স্পিনার। তখন অশ্বিনের টেস্ট উইকেটসংখ্যা ছিল ৩৪৯। আজ সকালের সেশনে থিওনিস ডি ব্রুইনাকে তুলে নিয়ে এ সংস্করণে ৩৫০তম উইকেটের দেখা পেয়ে যান অশ্বিন। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে মুরালিধরনের গড়া দ্রুততম ৩৫০ উইকেট শিকারের রেকর্ডে ভাগ বসালেন এ অফ স্পিনার।

>

বিশাখাপত্তম টেস্টে আজ পঞ্চম ও শেষ দিনে মুত্তিয়া মুরালিধরনের রেকর্ডে ভাগ বসালেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন

ক্যারিয়ারের ৬৬তম টেস্টে এসে ৩৫০তম উইকেটের দেখা পেলেন অশ্বিন। মুরালিধরনও এই মাইলফলক গড়েছিলেন তাঁর ৬৬তম টেস্টে। তবে ইনিংসের হিসেবে অশ্বিন মুরালিধরনের পেছনে। শ্রীলঙ্কার কিংবদন্তি এ স্পিনারের ৩৫০ উইকেটের দেখা পেতে লেগেছিল ১০৬ ইনিংস। সেখানে অশ্বিনের লাগল ১২৪ ইনিংস। তবে বলসংখ্যা ও সময়ের হিসেবে মুরালির চেয়ে কম সময় নিয়েছেন ৩৩ বছর বয়সী এ স্পিনার। টেস্ট ক্যারিয়ারে ৯ বছর ৯ দিনের মাথায় এ মাইলফলক গড়েছিলেন মুরালিধরন। অশ্বিনের লাগল ৭ বছর ৩৩২ দিন আর ১৮৬৮৫টি বৈধ ডেলিভারি। মুরালিকে করতে হয়েছে ২১৬৩২টি বৈধ ডেলিভারি।

টেস্ট ক্যারিয়ারে ২৮বার এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন মুরালিধরন। অশ্বিন তাঁর চেয়ে মাত্র এক ইনিংস পিছিয়ে—মানে ২৭বার এক ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি। আর ম্যাচে ১০ উইকেটের দেখা দুজনেই পেয়েছেন সমান ৭বার করে।