'তুমি খুব খারাপ'

গোল করার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ডেমবেলের। ছবি: রয়টার্স
গোল করার আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি ডেমবেলের। ছবি: রয়টার্স

গতকালের আগে পেশাদার ক্যারিয়ারে মোট ১৪৭ ম্যাচ খেলেছেন ওউসমানে ডেমবেলে। ফ্রান্স জাতীয় দলের হয়ে ৪৩ ম্যাচেও লাল কার্ড দেখেননি। সে অনন্য রেকর্ড কাল শেষ হয়ে গেছে। কাল সেভিয়ার বিপক্ষে ৮৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনা ফরোয়ার্ড ডেমবেলেকে। সেটাও কোনো ফাউল করে দেখেননি, তাঁর দোষ রেফারিকে কথা শুনিয়েছেন।

বার্সেলোনার হয়ে ৬৬টি ম্যাচ খেলে মাত্র ৩টি হলুদ কার্ড দেখা ডেমবেলে কাল সরাসরি লাল কার্ড দেখেছেন। ম্যাচের ৮৭ মিনিটে হাভিয়ের হার্নান্দেজকে পেছন থেকে টেনে ধরায় লাল কার্ড দেখানো হয় রোনাল্দ আরাওহোকে। এ নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে রেফারি মাতেউ লাহোজকে হালকা একটু বকে দিয়েছিলেন ডেমবেলে। বলেছেন, ‘খুব খারাপ, তুমি খুবই খারাপ।’ সে সঙ্গে কিছুটা একটা দেখিয়েছেন হাত দিয়ে। সঙ্গে সঙ্গে মাতেউ তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন।

স্পেনে গত মৌসুমে রেফারিকে গালি দিয়ে আট ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ডিয়েগো কস্তা। সে তুলনায় ডেমবেলের অপরাধ তেমন কিছু নয়। রেফারিকে খারাপ বলাতেই লাল কার্ড দেখানো বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু এ মৌসুমে দেপোর্তিভো লা করুনার ক্রোন-দেলিও শুধু খারাপ বলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। রেফারিকে খারাপ বলে দুই ম্যাচ নিষেধাজ্ঞা আরও দুজন খেলোয়াড় পেয়েছেন। সে ক্ষেত্রে ডেমবেলেরও দুই ম্যাচ নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা প্রবল। আর তা হলে বহু আকাঙ্ক্ষিত এল ক্লাসিকো খেলা হবে না তাঁর।

কী কারণে রেফারির সঙ্গে তর্কে জড়ালেন ডেমবেলে, সেটা জানার চেষ্টা করেও লাভ হয়নি। কোনো সতীর্থ বা কোচের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ফ্রেঞ্চ ফরোয়ার্ড। কোচ ভালভার্দে এ প্রসঙ্গে মজা করতেও ছাড়েননি, ‘আমি নিশ্চিত না ও এমন কী বলেছে। ওকে তো স্প্যানিশে কিছু বলানোই কঠিন। এটা রহস্যজনক, আমি নিশ্চিত খুব বড় কোনো বাক্য ছিল না এটা।’ রেফারির রিপোর্টও বলছে, ডেমবেলে বলেছেন ‘খুব খারাপ’!