পাকিস্তানের কেউ সাহায্য চায় না শোয়েবের কাছে

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: এএফপি
পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। ছবি: এএফপি
>

ভারতের পেসার মোহাম্মদ শামির ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তবে নিজের দেশের কোনো পেসার পরামর্শ চেয়ে যোগাযোগ না করার দুঃখ লুকোতে পারেননি তিনি

বিশাখাপট্টনম টেস্টে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পান মোহাম্মদ শামি। ভারতের ২০৩ রানের জয়ে রেখেছেন দুর্দান্ত ভূমিকা। এর পরই ভারতীয় পেসারকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কিংবদন্তি এ পেসার। গত বিশ্বকাপে ভারতের বিদায়ের পর পরামর্শ চেয়ে শোয়েবের সঙ্গে নাকি যোগাযোগ করেছিলেন শামি। ক্রিকেট ইতিহাসে তর্কযোগ্যভাবে সবচেয়ে দ্রুততম পেসার শোয়েব দুঃখ করে আরও বলেছেন, পাকিস্তানের কোনো পেসার তাঁর কাছে কখনো পরামর্শ চেয়ে যোগাযোগ করেননি।

নিজের ইউটিউব চ্যানেলে শামির ভূয়সী প্রশংসা করে শোয়েব বলেন, ভারতের এ পেসার রিভার্স সুইংয়ের নতুন রাজা হতে পারেন। শামিকে পরামর্শ দেওয়ার ব্যাপারেও কথা বলেছেন শোয়েব, ‘ভারতের বিশ্বকাপ–ব্যর্থতার পর শামি ফোন করেছিল। ভারতের হয়ে ভালো করতে না পারায় সে মনঃকষ্টে ছিল। আমি তাকে হতাশ হতে নিষেধ করে এবং ফিটনেস ধরে রাখার পরামর্শ দিই। তাকে বলি, নিখাদ এক ফাস্ট বোলার হিসেবে তোমাকে দেখতে চাই। তার রিভার্স সুইং আছে, উপমহাদেশে যা অনেকেরই নেই। তাকে বলেছি, তুমি রিভার্স সুইংয়ের রাজা হতে পারো।’

শামির প্রশংসা করলেও পাকিস্তানের পেসারদের নিয়ে মনের কষ্ট লুকাননি শোয়েব। ৪৬ টেস্ট ও ১৬৩ ওয়ানডে খেলা সাবেক এ পেসার বলেন, ‘সে (শামি) বিশাখাপট্টনমের ফ্ল্যাট পিচে উইকেট পেয়েছে। তাকে নিয়ে আমি খুব খুশি। কিন্তু দুঃখের কথা হলো, বোলিংয়ে উন্নতি করতে পাকিস্তানের কোনো পেসার আমার কাছে কখনো পরামর্শ চায়নি। কিন্তু শামির মতো বোলাররা তা করছে। যত দূর বুঝি, দেশের জন্য এটা দুঃখজনক।’