মিসবাহর দুই দায়িত্ব, সংশয় জোনসের

মিসবাহর দ্বৈত ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলীয় তারকা ডিন জোনস। ছবি: এএফপি
মিসবাহর দ্বৈত ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলীয় তারকা ডিন জোনস। ছবি: এএফপি

পাকিস্তান ক্রিকেট দলে মিসবাহ-উল-হকের দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। অনেকের মতেই, মিসবাহকে প্রধান নির্বাচক ও প্রধান কোচের ভূমিকা দুটি একসঙ্গে দিয়ে খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ দলে আছেন সাবেক অস্ট্রেলীয় তারকা ডিন জোনস। তিনি মনে করেন, ক্রিকেটে কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির এক সঙ্গে দুই ভূমিকা থাকতে পারে না।

কেন থাকতে পারে না, সেটি জোনস জানিয়েছেন তাঁর এক টুইটে। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরে মাঠে ওয়ানডে সিরিজ ২-০-তে জিতে আকাশেই উড়ছিলেন মিসবাহ। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই সাফল্য—স্বস্তিতেই ছিলেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজেই পাকিস্তান দলের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়েছে। উল্টো তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ে এখন যেকোনো মূল্যে হোয়াইটওয়াশ এড়ানোর ভাবনা তাদের। জোনস মিসবাহ সম্পর্কে বলেছেন, ‘একজন কখনোই ক্রিকেটে কোচ ও প্রধান নির্বাচকের দ্বৈত ভূমিকায় থাকতে পারে না—এটা আমার অভিমত। একবার ভাবুন, আপনি একজন খেলোয়াড় আর আপনি মানসিক কিংবা টেকনিক্যাল কোনো একটা সমস্যায় আক্রান্ত। এ অবস্থায় আপনি কি কোচের কাছে পুরোপুরি অকপট থাকবেন?’

জোনস অবশ্য মিসবাহর সাফল্যই কামনা করেছেন। মিসবাহকে অভিহিত করেছেন দারুণ বন্ধু হিসেবে, ‘আমি সত্যিকার অর্থেই মিসবাহর সাফল্য কামনা করি। সে আমার খুব ভালো বন্ধু। তিন সংস্করণের ক্রিকেটকে বিচার করলে মিসবাহর পক্ষে দ্বৈত দায়িত্ব ঠিকমতো পালন করে যাওয়াটা যথেষ্ট কঠিন। আসি তাঁর সাফল্য চাই। তাঁর দরকার সব ধরনের সহযোগিতা ও একান্ত ধৈর্য।’

এদিকে জোনসের সঙ্গে মিসবাহর বিষয়ে একমত নন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ও হালে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক স্কট স্টাইরিস। তিনি বলেছেন, ‘কোচকে যেখানে দলের ফলাফল নিয়ে জবাবদিহি করতে হয়, সেখানে নিজের দলটি নিজেই নির্বাচন করলে অসুবিধা কোথায়? আপনাকে ফলের জন্য জবাবদিহি করতে হবে, আর নিজের দলটা আপনি নিজে নির্বাচন করতে পারবেন না?’