শ্রীলঙ্কায় ব্যাটিং ভরাডুবি 'এ' দলের

আফিফ-সাইফদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও জেতাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলকে। ছবি: বিসিবি
আফিফ-সাইফদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপও জেতাতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলকে। ছবি: বিসিবি

বাংলাদেশ দলে খেলার অভিজ্ঞতা আছে একাদশে থাকা আটজনেরই । মোহম্মদ মিঠুন, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, আরিফুল হকদের নিয়ে গড়া শক্তিশালী এক ব্যাটিং লাইন আপ নিয়ে কলম্বোর পি সারা ওভালে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিতে পারেননি মিঠুনরা, হেরেছেন ৭ উইকেটের ব্যবধানে।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ শুরুতেই উইকেট হারাতে শুরু করে। ২ রান করে ফেরেন ওপেনার নাইম হাসান। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল শান্ত ও সাইফ হাসান। চামিকার বলে ২৪ রান করা শান্ত বোল্ড হলে ভাঙে দ্বিতীয় উইকেটে যোগ করা ৪৪ রানের জুটি। এরপর বলার মতো আর কোনো জুটি হয়নি। ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ১৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কান অধিনায়ক প্রিয়াঞ্জন ৪.৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশের সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার সাইফ হাসান।

সহজ লক্ষ্যটা শ্রীলঙ্কা ‘এ’ দল পেরিয়ে যায় ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে। চতুর্থ উইকেটে প্রিয়ামল পেরেরার সঙ্গে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটিতে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দেন ৫০ রানের অপরাজিত ইনিংস খেলা প্রিয়াঞ্জন।

কাল একই মাঠে হবে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ।