পান্ডিয়ার খোঁচা, জহির খানের জবাব

ভারতের দুই ক্রিকেটার জহির খান ও হার্দিক পান্ডিয়া। ছবি: এএফপি ফাইল ছবি
ভারতের দুই ক্রিকেটার জহির খান ও হার্দিক পান্ডিয়া। ছবি: এএফপি ফাইল ছবি

জহির খান ভারতের ইতিহাসে সেরা বাঁ হাতি পেসার। তাঁর সময়ের অন্যতম সেরাও পেসারও। পরশু ছিল সাবেক এ বোলারের জন্মদিন। শচীন টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৪১ বছর বয়সী জহিরকে। ভারতের বর্তমান দলটির অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও তাঁর পূর্বসূরিকে শুভেচ্ছা জানিয়েছেন, তবে একটু অন্যভাবে। জহিরের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন এ ক্রিকেটার। ভিডিওটি ছিল ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচের, যেখানে জহিরের বলে ছক্কা মারছেন পান্ডিয়া।

হার্দিক পান্ডিয়ার টুইটের জবাব দেন জহির। ছবি: টুইটার
হার্দিক পান্ডিয়ার টুইটের জবাব দেন জহির। ছবি: টুইটার

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীরা পান্ডিয়ার এভাবে শুভেচ্ছা জানানোকে মোটেও ভালোভাবে নেয়নি। তুমুল সমালোচনা চলছে। জহির এমনিতেই ভারতীয় ক্রিকেটে শ্রদ্ধাভাজনদের একজন। তাঁর জন্মদিনে এমন ভিডিও পোস্ট করে পান্ডিয়া লেখেন, ‘শুভ জন্মদিন জাক...আমি এখানে যেভাবে মাঠ পার করেছি আশা করি তুমিও পারবে।’ পূর্বসূরি প্রতি ২৫ বছর বয়সী এ ক্রিকেটারের আচরণকে ‘অসম্মানজনক’ বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

জহিরের এক ভক্ত টুইটে মন্তব্য করেছেন, ‘জনাব নো বডি, তোমাকে ধন্যবাদ। এটা তোমার মাত্র ২০ সেকেন্ডের খ্যাতি।’ আরেক ক্রিকেটপ্রেমীর টুইট, ‘বোলার হয়েও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫৩টি ছক্কা আছে। সে ব্রেট লি, শোয়েব আখতারদের মতো বোলারকেও মেরে মাঠের বাইরে পাঠিয়েছে। তাঁর সেরা সময়ে মুখোমুখি হলে ইনসুইঙ্গিং ইয়র্কায় তোমার পায়ের আঙুল ভেঙে যেত। সে কিংবদন্তি।’

তবে সেরা জবাবটি দিয়েছেন জহির নিজেই। পান্ডিয়ার টুইটের জবাবে ভারতের সাবেক এ পেসার লিখেছেন, ‘শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমার ব্যাটিং দক্ষতা কখনো তোমার সমমানের হতে পারবে না। কিন্তু এ ম্যাচে তুমি যেভাবে আমার (ছক্কা মারার পর) পরের ডেলিভারিটির মুখোমুখি হয়েছিলে, জন্মদিনটা তেমন কেটেছে।’ গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে চোটে পড়েন পান্ডিয়া। বর্তমানে মাঠের বাইরে রয়েছেন এ অলরাউন্ডার।