দলে থাকার উপায় খুঁজে পেয়েছেন মিরাজ

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো করেছেন মিরাজ। ছবি: প্রথম আলো
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো করেছেন মিরাজ। ছবি: প্রথম আলো

সেপ্টেম্বরের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়াটা মেহেদী হাসান মিরাজের কাছে বড় ধাক্কাই ছিল। একাদশ থেকে বাদ পড়ার অভিজ্ঞতা কতবারই হয়েছে তাঁর। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন—এই অভিজ্ঞতা অনেক দিন পর হলো মিরাজের। বাদ পড়ে ২১ বছর বয়সী অলরাউন্ডারের উপলব্ধি হয়েছে, দলে জায়গা ধরে রাখতে হলে লাল বলে আরও ভালো করতে হবে।

এ উপলব্ধি থেকেই মিরাজের মনে হয়েছে আরও বেশি বেশি বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলতে হবে তাঁকে, ‘আমার কাছে মনে হয় লাল বলে মনোযোগটা বেশি দিতে হবে। সামনে আমাদের অনেক টেস্ট ম্যাচ আছে। আর গত কয়েক টেস্টে ভালো বোলিং করতে পারছিলাম না, এলোমেলো হচ্ছিল। আমার কাছে মনে হয় এটা আমার জন্য বড় অনুপ্রেরণা। সামনে টেস্ট ম্যাচ আছে, সেখানে যেন ভালোভাবে ফিরে আসতে পারি, এটা আমাকে ভাবিয়েছে। নিজেকে আরও পরিণত করার চেষ্টা করছি যেন সামনে ভালো কিছু করতে পারি।’

টেস্ট ভাবতে গিয়ে টি-টোয়েন্টি নিয়ে ভাবছেন না মিরাজ? আগামী এক বছর বাংলাদেশ শুধু টেস্টেই বেশি খেলবে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে খেলবে সংক্ষিপ্ত সংস্করণের অনেক ম্যাচ। মিরাজ অবশ্য বিষয়টি ছেড়ে দিচ্ছেন টিম ম্যানেজমেন্টের ওপর, ‘টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে আমার কোথায় খেলা উচিত। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা নিয়েই বেশি ভাবতে হবে। তারা হয়তো চিন্তা করছে আমাকে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে এখানে আরও সময় দিতে হবে। সব সময় প্রস্তুত সব সংস্করণের ক্রিকেট খেলতে। সেভাবেই তৈরি হব।’

আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দ হারিয়ে ফেলায় কদিন আগে মিরাজকে বাংলাদেশ ‘এ’ দলে অন্তর্ভুক্ত করে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন তিনিই। ২ ম্যাচে ১ ফিফটিতে ৯৫ গড়ে রান করেছেন ৯৫। উইকেট পেয়েছেন সর্বোচ্চ ১২ উইকেট। এক ইনিংসে পেয়েছেন ৭ উইকেট। সিরিজটা বাংলাদেশ ‘এ’ ড্র করলেও একটি ম্যাচও জিততে পারেনি।

সিরিজ না জিততে পারলেও মিরাজ মনে করছেন শ্রীলঙ্কা সফরের প্রাপ্তি কম নয়, ‘ওখানে অনেক বৃষ্টি হয়েছে। যে সময়ে খেলা শুরু হওয়ার কথা ছিল সেটা হয়নি। আমার জন্য ভালো হয়েছে। শ্রীলঙ্কায় অনেক বেশি বোলিং করার সুযোগ পেয়েছি। অনেক দিন পর এমন সুযোগ পেয়েছি, সেটাও আবার দেশের বাইরে। বেশ কয়েক দিন ধরেই সাদা বলে বেশি খেলেছি। লাল বলে খেলার তেমন সুযোগ পাইনি। দুটি চার দিনের ম্যাচ খেলা আমার জন্য অনেক বড় সুযোগ ছিল। আমার যেখানে বোলিং করা উচিত ছিল, লাইন-লেংথে আমার যে সমস্যা ছিল, এই দুই ম্যাচে অনেক উন্নতি হয়েছে। সামনে জাতীয় লিগের খেলা আছে। আশা করি আরও উন্নতি করতে পারব।’

জাতীয় লিগের কথা বললেও আজ থেকে শুরু প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না মিরাজের। শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজ খেলছিলেন। জাতীয় লিগের জন্য দেশে ফিরে এলেও শ্রীলঙ্কায় অনেক বেশি বোলিং করায় মিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।