ফাইনালে উঠলেও বোলিংয়ে বিবর্ণ সাকিব

সিপিএলে ফাইনালের দেখা পেলেন সাকিব। ছবি: বার্বাডোজ ট্রাইডেন্টসের টুইটার পেজ
সিপিএলে ফাইনালের দেখা পেলেন সাকিব। ছবি: বার্বাডোজ ট্রাইডেন্টসের টুইটার পেজ
>

সিপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ভোরে ত্রিনবোগো নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে বার্বাডোজ ট্রাইডেন্টস। বোলিংয়ে ট্রাইডেন্টস সমর্থকদের সন্তুষ্ট করতে পারেননি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে অবশ্য ভালো শুরু পেলেও থাকতে পারেননি

‘এটা ফাইনালে ওঠার চূড়ান্ত লড়াই। ত্রিনবাগো নাইট রাইডার্সকে হারিয়ে সিপিএল ২০১৯-এর ফাইনালে উঠতে প্রস্তুত বার্বাডোজ ট্রাইডেন্টস’—সাকিব আল হাসান মাঠে নামার আগে কথাগুলো লেখা হয়েছে তাঁর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে। শেষ পর্যন্ত ফাইনালের দেখা পেয়েছে সাকিবের দল বার্বাডোজ। ত্রিনবাগোকে ১২ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে উঠেছে বার্বাডোজ।

আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান তুলেছিল বার্বাডোজ। কোনো ফিফটি নেই, জনসন চার্লসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৫ রান। তিনে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও বেশিক্ষণ থাকতে পারেননি সাকিব। ১ ছক্কা ও ১ চার মেরে আউট হন ১২ বলে ১৮ রান করে। শেষ দিকে র‌্যামন রেইফার ও অ্যাশলে নার্সের ঝোড়ো ব্যাটিংয়ে দেড়শোর্ধ্ব সংগ্রহ পায় বার্বাডোজ। ৯ বলে ২৪ রান করেন নার্স।

দ্বিতীয় কোয়ালিফায়ার এ ম্যাচে জয়ী দল নাম লেখাবে ফাইনালে। এ হিসাব মাথায় নিয়েই শুরুতে সাকিবের হাতে বল তুলে দিয়েছিলেন বার্বাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশের এ তারকা অলরাউন্ডারকে শুরু থেকেই আক্রমণ করেন সুনীল নারিন। ত্রিনবাগোর এ ওপেনার সাকিবের প্রথম ওভার থেকে তুলে নেন ১৬ রান। বাজে শুরু করায় সাকিবকে ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে আর বোলিংয়ে আনেননি হোল্ডার। ফিরিয়েছেন ১৩তম ওভারে। কিন্তু এ ওভারেও ১১ রান দেওয়ায় আর ঝুঁকি নেননি হোল্ডার। সব মিলিয়ে বোলিংটা ভালো হয়নি সাকিবের। দল জিতলেও ২ ওভারে সাকিব দিয়েছেন ২৭ রান।

সিপিএলে এর আগে ফাইনালের দেখা পেয়েছেন সাকিব। ২০১৬ সালে জ্যামাইকা তালওয়াসের হয়ে জিতেছেন শিরোপা। এ টুর্নামেন্টে এটি সাকিবের দ্বিতীয় ফাইনাল। পরশু ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের বার্বাডোজ।