গোলবন্যায় শুধু বাংলাদেশই শামিল হতে পারল না

কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি : এএফপি
কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ছবি : এএফপি
>

ইউরো ও এশিয়ান কাপ বাছাইপর্বের বেশ কিছু ম্যাচ হয়েছে কাল রাতে। অধিকাংশ ম্যাচেই দলগুলো গোলের পসরা সাজিয়ে আনন্দ দিয়েছে সমর্থকদের

বাংলাদেশ দল নিজেদের অভাগা ভাবতেই পারে!

হ্যাঁ, ফিফা র‍্যাঙ্কিংয়ে কাতারের চেয়ে ১২৫ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। তাতে কী? নিজেদের বৃষ্টিভেজা মাঠের পূর্ণ সুবিধা নিয়ে বাংলাদেশ যা খেলেছে, তাতে তারা সুনাম কুড়িয়েছে সবার। কোচ জেমি ডে ও অধিনায়ক জামাল ভূঁইয়াও নিজের দলের খেলায় সন্তুষ্ট। গোল করার সহজ কিছু সুযোগ নষ্ট না করলে হার নয়, উল্টো কাতারকেই হয়তো গোলের মালা পরাতে পারত বাংলাদেশ। আর কাল অনেক ম্যাচই গোল-উৎসব দেখেছে। যে উৎসবে যোগ দিতে পারেননি বলে মাথা চাপড়াতেই পারেন সুফিল, বিপলু, নাবিবরা।

এএফসি বাছাইপর্বে কাল মাঠে নেমেছিল ইরানও। ৪০ বছর পর নিজেদের মাঠে খেলা দেখার সুযোগ পেয়েছিলেন ইরানি নারীরা। নিজেদের স্ত্রী, বান্ধবীদের মাঠে দেখেই কি না, উজ্জীবিত খেলা শুরু করলেন ইরানি ফুটবলাররা। আর সে আগুনে পুড়েছে কম্বোডিয়া। স্ট্রাইকার করিম আনসারিফার্দ ৪ গোল করেছেন। হ্যাটট্রিক করেছেন ইরানের অন্যতম প্রতিভাধর তারকা সর্দার আজমাউনও। তাঁকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড, লিভারপুলের মতো ক্লাবগুলো।

এএফসি বাছাইপর্বের আরেক ম্যাচে গুয়ামকে ৭-০ গোলে হারিয়েছে চীন। গোল পেয়েছেন দলটির ব্রাজিল বংশোদ্ভূত তারকা উইঙ্গার এলকেসন। চীনের হয়ে দুই ম্যাচে তিন গোল করতে এর মধ্যেই চীনাদের সাম্বার ছন্দে মাতাতে শুরু করেছেন ৩০ বছর বয়সী এ তারকা। নেপালকে ৫-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাটট্রিক করেছেন মেলবোর্ন সিটির স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। একই ব্যবধানে ইয়েমেনকে হারিয়েছে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছে।

মঙ্গোলিয়ার জালে হাফ ডজন গোল দিয়েছে জাপান। গোল করেছেন সাবেক ইন্টার মিলান তারকা ইউতো নাগাতোমো, ফ্রাঙ্কফুর্টের দাইচি কামাদো, রেড বুল সালজবুর্গের তাকুমি মিনামিনো ও সাউদাম্পটনের ডিফেন্ডার মায়া ইয়োশিদা। ওদিকে মিয়ানমারকে আরও এক গোল বেশি দিয়েছে কিরগিজস্তান। শ্রীলঙ্কাকে দুই হালি গোল দিয়েছে দক্ষিণ কোরিয়া। জোড়া গোল করেছেন টটেনহামের উইঙ্গার হিউং মিন সন।

ওদিকে ইউরো বাছাইপর্বের ম্যাচে ইন্টার মিলানের স্ট্রাইকার রোমেলু লুকাকুর জোড়া গোলের সঙ্গে মোনাকোর নাসের শাদলি, টটেনহামের টোবি অল্ডারভাইরেল্ড, লেস্টার সিটির ইউরি তিয়েলেমান্স, ক্রিস্টাল প্যালেসের ক্রিস্টিয়ান বেনটেকে ও আটালান্টার টিমোথি কাস্তানিয়ের গোল মিলিয়ে সান মারিনোকে ৯-০ গোলে হারিয়েছে ফেবারিট বেলজিয়াম।