'বাংলাদেশকে সহজেই হারানোর কথা ভারতের'

বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া কঠিন নয়, বলছেন বাইচুং। ছবি : এএফপি
বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া কঠিন নয়, বলছেন বাইচুং। ছবি : এএফপি
>

আগামী ১৫ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এএফসি ও বিশ্বকাপ যৌথ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশকে নিজেদের মাটিতে হারাতে স্ট্রাইকারদের গোল করার বিকল্প দেখছেন না দলটির সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া।

জাতীয় দলের হয়ে ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার তালিকায় ভারতের সুনীল ছেত্রীর অবস্থান ঈর্ষণীয়। ভারতের হয়ে ১১২ ম্যাচ খেলে এর মধ্যেই ৭২ গোল করে ফেলেছেন এই তারকা। জাতীয় দলের হয়ে এত গোল লিওনেল মেসি, মিরোস্লাভ ক্লোসা, দিদিয়ের দ্রগবা, জ্লাতান ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়া, থিয়েরি অঁরি, রবিন ফন পার্সি, ওয়েইন রুনি—এঁদেরও নেই। তবে ছেত্রীর পরে ভারতের বর্তমান দলের সর্বোচ্চ গোলদাতার গোল তাঁর থেকে ৬৮টা কম! উইঙ্গার লালিয়ানজুয়ালা চাংতে ও ডিফেন্ডার সন্দেশ জিঙ্গানের গোল চারটি করে। ন্যূনতম দশ গোলও নেই কারওর।

স্পষ্টতই বোঝা যায়, গোল করার জন্য ভারত ছেত্রীর ওপর কতটা নির্ভরশীল। আর এটাকেই ভারতের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন দলটির সাবেক অধিনায়ক ও বিখ্যাত স্ট্রাইকার বাইচুং ভুটিয়া। বাংলাদেশকে হারাতে দলের অন্যান্য স্ট্রাইকারকে এগিয়ে আসতে বলেছেন তিনি, ‘কাতারের বিপক্ষে আমাদের রক্ষণভাগ বেশ ভালো খেলেছে। তবে আমাদের এমন কিছু স্ট্রাইকার দরকার, যারা নিয়মিত গোল করতে পারে। এই বিভাগে আমাদের উন্নতি করতে হবে। এখনো গোলের জন্য গোটা দল সুনীল ছেত্রীর দিকেই তাকিয়ে থাকে। ওর ওপর থেকে চাপ কমাতে হবে। দলে এখনো শুধু ও-ই নিয়মিত গোল করতে পারে। সুনীল যেদিন খেলে না, গোল করা অনেক কঠিন হয়ে যায় আমাদের পক্ষে।’

দলের রক্ষণভাগের পারফরম্যান্স নিয়ে বাইচুং বেশ সন্তুষ্ট। কাতারের বিপক্ষে ম্যাচটা সাহস জুগিয়েছে বাইচুংকে। সে ম্যাচে গোলরক্ষক গুরপ্রীত সিংয়ের বীরত্বে গোলশূন্য ড্র করে ভারতীয়রা। তাই রক্ষণভাগ নিয়ে এখনই অত চিন্তা করার কিছু দেখছেন না তিনি, 'আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল রক্ষণভাগ নিয়ে। গত কয়েক ম্যাচের মতো আমাদের রক্ষণভাগ যদি ভালো খেলে, তাহলে ঠিক আছে। তবে বাংলাদেশের বিপক্ষে রক্ষণভাগ না, আক্রমণভাগকে এগিয়ে আসতে হবে।'

কাতারের বিপক্ষে দল যেমন উজ্জীবিত পারফরম্যান্স দেখিয়েছে, বাইচুং চান সে ধারাবাহিকতা যেন বজায় থাকে, ‘আমরা যেভাবে গত দুই ম্যাচে খেলেছি, সেভাবে খেললে বাংলাদেশের বিপক্ষে আমাদের সহজেই জেতার কথা। গত দুই ম্যাচে ভারত তাদের ইতিহাসের অন্যতম সেরা খেলা খেলেছে। তারা দেখিয়ে দিয়েছে তারা কত ভালো খেলতে পারে। এখন সেই মানটা বজায় রাখতে হবে। ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে।’

পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখার জন্য বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে ভারতকে। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০৪ তম স্থানে থাকা ভারতের চেয়ে ৮৩ ধাপ পিছিয়ে আছেন জামাল-সুফীলরা। ওমানের বিপক্ষে ২-১ গোলে হেরে বাছাইপর্ব শুরু করা ভারত পরের ম্যাচেই কাতারকে ঠেকিয়ে দিয়েছে। তাদের লক্ষ্য এখন বাংলাদেশের বিপক্ষে একটা জয়।

শেষ সেই ২০১১ সালে মালয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল ভারতীয় দল। সে ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলে ৩-২ গোলে জেতে তারা। আট বছর পর কলকাতায় হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে বাইচুং চাইছেন সুনীল নয়, বরং জয়ের নায়ক অন্য কোনো স্ট্রাইকার হোক।