এবার কিশোরীরা হারাল নেপালকে

টানা দ্বিতীয় ম্যাচেও জিতল অনূর্ধ্ব-১৫ দল। ফাইল ছবি
টানা দ্বিতীয় ম্যাচেও জিতল অনূর্ধ্ব-১৫ দল। ফাইল ছবি

দলটা নতুন। কিন্তু এই দল নিয়েই মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। ভুটানকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের কিশোরীদের দল আজ প্রতিযোগিতার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে নেপালকে ২-১ গোলে হারিয়ে। 

২০১৭ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর স্টেডিয়ামে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ জিতেছিল বাংলাদেশ। ২০১৮ সালে সেই ভারতের কাছেই হেরে শিরোপা হাতছাড়া হয়। এবার ভুটানে সেই শিরোপা পুনরুদ্ধারই লক্ষ্য দলের। সে পথে ভালোভাবেই এগোচ্ছে বাংলাদেশের মেয়েরা।

আজ নেপালের বিপক্ষে আক্রমণাত্মকই খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ১২ মিনিটেই নেপালের জালে প্রথম বল ঠেলে শাহেদা আখতার। এরপর ২৬ মিনিটে দলকে ২-০-তে এগিয়ে নেন শামসুন্নাহার।

দ্বিতীয়ার্ধে আর গোল পায়নি বাংলাদেশ। তবে ৬৩ মিনিটে নেপাল একটি গোল ফিরিয়ে দিয়ে উত্তেজনা ছড়িয়েছিল। তবে রক্ষণ গুছিয়ে নেপালকে শেষ অবধি চোখ রাঙানোর সুযোগ দেয়নি বাংলাদেশ।

আগামী ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ-ভিত্তিক এ প্রতিযোগিতার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে শিরোপার লড়াইয়ে।