কাতারের সঙ্গে আরেকটি লড়াকু হার

যুবদলও পারল না কাতারের সঙ্গে। সৌজন্য ছবি
যুবদলও পারল না কাতারের সঙ্গে। সৌজন্য ছবি

বিশ্বকাপ বাছাইপর্বে ভারত ম্যাচ নিয়ে এখন সব আগ্রহ থাকলেও তিন আগের আগের স্মৃতি এখনো তাজা। সে দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে হেরে গেলেও দুর্দান্ত ফুটবল খেলেছেন জামাল ভূঁইয়ারা। জাতীয় দলের হারের স্মৃতিটা কাল আবারও মনে করিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে কাতার।

ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন দোহায়। কাল নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। মূল জাতীয় দল যেমন কাতারকে ছেড়ে কথা বলেনি, যুবদলও সঙ্গে দারুণ লড়াই করেছে কাতারের যুবাদের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত এ ম্যাচেও ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।

দোহার অ্যাসপায়ার একাডেমি মাঠে ৩৩ মিনিটে মেক্কি তমবারি কাতারকে এগিয়ে নেন। ৫২ মিনিটে বদলি খেলোয়াড় দিয়াব তাহা ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারলেও বাংলাদেশের কোচ অ্যান্ড্রু পিটার টার্নার খুশি, ‘আমাদের ছেলেরা এই ম্যাচে বেশ ভালো খেলেছে, শুধু গোলটাই করতে পারেনি। এই অভিজ্ঞতা এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অনেক সাহায্য করবে ছেলেদের।’

টুর্নামেন্টে বাংলাদেশ কাল অন্য দল কুয়েতের মুখোমুখি হবে।