ভারতের এই জোড়া 'ঝড়' ঠেকাতে পারবে বাংলাদেশ?

আশিক কুরুনিয়ান ও উড়ন্ত সিং। ভারতের দুই দ্রুতগতির উইঙ্গার। ছবি: ফেসবুক
আশিক কুরুনিয়ান ও উড়ন্ত সিং। ভারতের দুই দ্রুতগতির উইঙ্গার। ছবি: ফেসবুক
>ভারত জাতীয় দলের দুই দ্রুতগতির উইঙ্গার উড়ন্ত সিং ও আশিক কুরুনিয়ান। কলকাতার ফুটবলীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যুব ভারতীয় স্টেডিয়ামে এ দুই ঝড়ই বয়ে যেতে পারে বাংলাদেশের ওপর দিয়ে

‘বাংলাদেশ তো আপনাকে ঠেকাতে দু-তিনজন লাগিয়ে দেবে?’

প্রশ্নটি দারুণভাবে লুফে নিলেন ভারত জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। কলকাতার জামাই জামাইষষ্ঠীর মেজাজে হাসতে হাসতে বললেন, ‘আমাকে যদি চারজন মিলে আটকানোর চেষ্টা করে, তা হলে খেলাটা ১০ বনাম ৬ হয়ে যাবে। গোল করার রাস্তা পেয়ে যাবে উড়ন্ত ( উড়ন্ত সিং), আশিকরা ( আশিক কুরুনিয়ান)।’

নিউ টাউনের পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষ হতেই কলকাতার জনপ্রিয় এক স্পোর্টস অনলাইন চ্যানেলে আড্ডা হলো প্রায় ২০ মিনিটের মতো। সেখানে বেশ কয়েকটি প্রশ্নের ধরন ছিল এ রকম, ‘উড়ন্ত ও আশিককে ঠেকানোর মতো ডিফেন্ডার বাংলাদেশ দলে আছেন কি না?’

প্রশ্নটি অনেকটাই সুনীল নিয়ে লেখাপড়া শেষ করে পরীক্ষার আগের রাতে নতুন সিলেবাস পাওয়ার মতো! দুজনে ভারত জাতীয় দলের দ্রুত গতি দুই উইঙ্গার। রাইট উইংয়ে খেলা উড়ন্ত সিং ঘণ্টায় প্রায় ৩৪ কিলোমিটার জোড়ে দৌড়ে থাকন। লেফট উইঙ্গার আশিকের গতি ঘণ্টায় ৩২ কিলোমিটার। দুজনকেই উইং দিয়ে গতিময় ফুটবল খেলতে দেখা যায়। কলকাতার ফুটবলীয় আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, যুব ভারতীয় স্টেডিয়ামে এ দুই ঝড়ই বয়ে যেতে পারে বাংলাদেশের ওপর দিয়ে।

প্রথম জনের নামের সঙ্গে কাজের ভীষণ মিল। ২১ বছর বয়সী এ উইঙ্গার ১০০ মিটার দৌড়াতে সময় নেন ১০.৫৯ সেকেন্ড—ঘণ্টায় প্রায় ৩৪ কিঃমিঃ। ভারতের সবচেয়ে গতিশীল উইঙ্গার মানা হয় তাঁকে। আজ তাঁকে ঠেকানোর চ্যালেঞ্জ লেফট ব্যাক রহমত মিয়ার। উড়ন্তের চেয়ে বয়সে এক বছরের বড় আশিক কুরুনিয়ান। গতিও তাঁর চেয়ে ২ কিঃমিঃ কম। ১০০ মিটার দৌড়াতে সময় নেন ১০.৯৮ সেকেন্ড—ঘণ্টায় প্রায় ৩২ কিঃ মিঃ। জ্বরের জন্য কাতারের বিপক্ষে শেষ ম্যাচটা খেলতে পারেননি। ভারতীয় দলের সূত্র অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে আজ তাঁর ফেরার সম্ভাবনা বেশি। তাঁকে ঠেকানোর চ্যালেঞ্জ নিতে হবে রাইট ব্যাক রায়হান হাসানকে। আর তা করতে গিয়ে নামের পাশে ধীর গতির ট্যাগটা আজ ঝেড়ে ফেলতে হবে রায়হানকে।

প্রশ্ন জাগতে পারে বাংলাদেশ দলে কি এ রকম গতিময় খেলোয়াড় নেই ? অবশ্যই আছেন জেমি ডের ঝুলিতে। একাদশে জায়গা না পাওয়া সে দুজন আরিফ ইসলাম ও মাহবুবুর রহমান সুফিল। উইঙ্গার আরিফ তো ভারতের এ দুজনের চেয়েও গতিময়। ২০ বছর বয়সী এ তরুণই বাংলাদেশের সবচেয়ে দ্রুততম ফুটবলার। ঘণ্টায় ৩৫.৮৫৬ কিলোমিটার বেড়ে দৌড়াতে পারেন। আরেকজন সুফিল দৌড়ান ঘণ্টায় ৩২ কিলোমিটার বেগে। সুফিলের তবু বদলি হিসেবে নামার সুযোগ থাকলেও আরিফের আপাতত নেই।