ভারতের কাছে কাল হারও দেখেছে বাংলাদেশ

টাইব্রেকার ভাগ্য সহায় হয়নি মেয়েদের। ছবি: বাফুফে
টাইব্রেকার ভাগ্য সহায় হয়নি মেয়েদের। ছবি: বাফুফে
>যুব ভারতী ক্রীড়াঙ্গনে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাইপর্বে বড়দের ম্যাচ ছাড়াও ভারত-বাংলাদেশের আরেকটি ম্যাচ ছিল কাল। অনূর্ধ্ব-১৫ সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েদের টাইব্রেকারে হারিয়েছে ভারত

মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ মানেই যেন ফাইনালে বাংলাদেশ-ভারতের লড়াই! গত দুবারের মতো এবারও এই সাফের ফাইনালের মুখোমুখি হয়েছিল দুই দেশের কিশোরীরা। আর সে ম্যাচে শেষ হাসি হেসেছে ভারতের মেয়েরা। কাল ছেলেদের জাতীয় দল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ড্র করলেও কিশোরী মেয়েরা পারেনি।

২০১৭ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল ভারতের মেয়েরা। এবার এগিয়েই গেল তারা। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে শেষ হাসিটা হেসেছে ভারতই।

তবে যোগ্যতর দল হিসেবেই জিতেছে ভারত। গোল না পেলেও গোটা ম্যাচে তাঁদের আধিপত্য ছিল। ভুটানের রাজধানী থিম্পুর চাঙ্গলিমিথান স্টেডিয়ামে পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা একাই আটকে রেখেছিলেন ভারতকে। বেশ কিছু দুর্দান্ত সেভ করেন তিনি। রীতিমতো অপ্রতিরোধ্য ছিলেন গোলরক্ষক রুপনা চাকমা। প্রমাণ করেছেন, কেন এ বয়সেই অনূর্ধ্ব-১৬ দলের হয়েও তাঁকে খেলতে দেখা যায়।

ম্যাচের ৬৮ মিনিটে সেট পিসে শামসুন্নাহারের হেড ছাড়া তেমন সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। সুযোগ নষ্টের মিছিলে বাংলাদেশকে অকূলপাথারে ফেলে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান সোহাগী কিকসু। তবে দশজনের বাংলাদেশের বিপক্ষেও গোল করতে পারেনি ভারতের মেয়েরা।

কিন্তু টাইব্রেকারে আর সুযোগ হাতছাড়া করেনি ভারত। ৫-৩ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা ঘরে তুলে নেয় তারা।