স্বপ্নগুলো এভাবেই ভাঙে 'হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে'

>কলকাতায় কাল বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হয়েছে জামাল ভূঁইয়াদের। ফুটবলারদের এ পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারেরা
ফুটবলে নতুন যুগের সূচনা দেখছেন মাহমুদউল্লাহ। ছবি: ফেসবুক
ফুটবলে নতুন যুগের সূচনা দেখছেন মাহমুদউল্লাহ। ছবি: ফেসবুক

বেঙ্গালুরু চিন্মাস্বামী স্টেডিয়াম থেকে সড়ক পথে কলকাতা যুব ভারতীর দূরত্ব প্রায় ১৯০০ কিলোমিটার। কাল রাতে এ দুটি জায়গা এক করে ফেলেছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। স্বপ্নভঙ্গের বেদনা বলে কথা!

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুর এ মাঠে ভারতের বিপক্ষে জিততে শেষ তিন বলে ২ রান দরকার ছিল বাংলাদেশের। অবিশ্বাস্যভাবে সে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে সে হার চিরন্তন দুঃখ হয়েই থাকবে। কাল কলকাতায় ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল লড়াইয়ে সে হারের স্মৃতিই ফিরে এসেছিল মোসাদ্দেকের মনে।

না, বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইপর্বে কাল ভারতের কাছে বাংলাদেশ হারেনি। ড্র করেছে ১-১ গোলে। কিন্তু দুঃখটা হলো, ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত এক গোল ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। ৮৮ মিনিটে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের। মোসাদ্দেকের আক্ষেপ নির্ধারিত সময়ের বাকি দুই মিনিটের। এ সময়টুকু আটকে রাখতে পারলে তো হয়েই যেত!

জাতীয় দলের ফুটবলারেরা জিততে জিততে ড্র করায় মোসাদ্দেক তাই স্বপ্নভঙ্গের কষ্ট পেলেও অভিনন্দন জানাতে ভোলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে জামাল ভূঁইয়াদের উল্লাসের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের স্বপ্ন গুলো এভাবেই ভেঙে যায়, হয়তো ২ রানে, নয়তো ২ মিনিটে। অভিনন্দন বাংলাদেশ।’

ম্যাচ শেষে মাঠ ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে
ম্যাচ শেষে মাঠ ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

বিশ্বকাপের পরপরই ক্রিকেট থেকে দূরে আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে কাল ফুটবলে ঠিকই চোখ রেখেছিলেন। র‌্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র-কে ইতিবাচক চোখেই দেখছেন মাশরাফি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে জাতীয় ফুটবল দলের ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, ‘ভালো করেছ ছেলেরা। শেষ মিনিটে গোল হজমের পরও তোমাদের নিয়ে গর্ব করি। এসো মাথা উঁচু করে পরের ম্যাচে মনোযোগ দিই।

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিমও অভিনন্দন ও প্রেরণা জুগিয়েছেন ফুটবলারদের। ফেসবুকে খেলোয়াড়দের ছবি পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘খেলোয়াড়দের দুর্ভাগ্য। চেষ্টা ও দৃঢ় চিত্তের জন্য গর্ব অনুভব করছি। ইনশা আল্লাহ পরেরবার। সব সময় সমর্থন আছে।’ আরেক ব্যাটসম্যান সৌম্য সরকার ফুটবল দল নিয়ে ফেসবুকে দুটি পোস্ট করেছেন। কাল রাতের পোস্টে তিনি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলকে। আজ জাতীয় ফুটবল দলের ছবি পোস্ট করে একটি লিংক দিয়েছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের। আর ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল রাতে বার্সেলোনার তরুণ প্লেয়ার আনসু ফাতির এক ফ্যান পেইজে বাংলাদেশকে নিয়ে পোস্ট। এগিয়ে যাক আমাদের ফুটবল।’

ফুটবল দলকে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি। ছবি: ফেসবুক
ফুটবল দলকে ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি। ছবি: ফেসবুক

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ কালকের ড্র-কে দেখছেন নতুন যুগের শুরু হিসেবে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় ফুটবল দলের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের ফুটবল দলের লড়াইয়ের স্পিরিট দেখে মুগ্ধ। আশা করি এটা আমাদের ফুটবলে নতুন যুগের সূচনা করবে। সামনের মিশনগুলোয় আমাদের ফুটবল দলের সেরা সৌভাগ্যই কামনা করছি।’

জাতীয় দলের পেসার রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘ভালো খেলেছ বাংলাদেশ ফুটবল দল। এরপর আরও ভালো পারফরম্যান্স আশা করি।’ ব্যাটসম্যান সাব্বির রহমানও লিখেছেন, ‘ভালো খেলেছ, ছেলেরা।’