'তাল মেলাতে না পারা'র হতাশা সুনীলের

সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট জামাল ভূঁইয়া। ছবি: জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ
সতীর্থদের পারফরম্যান্সে সন্তুষ্ট জামাল ভূঁইয়া। ছবি: জামাল ভূঁইয়ার ফেসবুক পেজ

বাংলাদেশের বিপক্ষে ময়দানি লড়াইয়ের আগেই প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছিলেন ইগর স্টিমাচ। বাংলাদেশকে গোলে ভাসাতে চেয়েছিলেন ভারত ফুটবল দলের এ কোচ। ম্যাচের আগের দিন টুইটারে লিখেছিলেন, ‘কালকের জন্য কলকাতা প্রস্তুত’। কিন্তু কাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে মাঠের লড়াইয়ে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। উল্টো ভারতই হারতে হারতে বেঁচে গেল।

ঠিক এ কারণেই হয়তো ম্যাচ শেষে আর কোনো টুইট করেননি স্টিমাচ। ম্যাচ শেষে বাংলাদেশ দলের খেলার প্রশংসা করতে হয়েছে তাঁকে। আর নিজের খেলোয়াড়দের নিয়ে তাঁর কণ্ঠে ঝরেছে জয় না পাওয়ার হতাশা। কোচের মতো হতাশ তাঁর ছাত্র সুনীল ছেত্রীও। ভারতীয় দলের এ অধিনায়ক কাল কয়েকটি সুযোগ পেলেও নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি।

সুনীল ছেত্রীর টুইট। ছবি: টুইটার
সুনীল ছেত্রীর টুইট। ছবি: টুইটার

যুব ভারতীর গ্যালারিতে সুনীলদের সমর্থকের অভাব ছিল না। সোজা কথায় গ্যালারিতে তিল ঠাঁই না রে! কিন্তু প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার প্রত্যাশা নিয়ে আসা সমর্থকদের আশা পূরণ করতে না পেরে হতাশা লুকিয়ে রাখতে পারেননি সুনীল। র‌্যাঙ্কিংয়ে ভারতের সঙ্গে ৮৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলের ড্র পোড়াচ্ছে তাঁকে।

বর্তমান ভারতীয় দলের সেরা এ তারকা আজ টুইট করেন, ‘সল্ট লেকে কাল রাতে যে আবহ ও প্রত্যাশা ছিল আমরা তার সঙ্গে তাল মেলাতে পারিনি। ড্রেসিং রুমও এ নিয়ে খুব হতাশ। যেসব সুযোগ পেয়েছিলাম আমরা তা কাজে লাগাতে পারিনি। কিন্তু এটাই খেলার প্রক্রিয়া, আপনারা সমর্থন দেবেন, আমরা চেষ্টা করে যাব।’

জামাল ভূঁইয়ার ফেসবুক পেজে প্রশংসা করা হয় তাঁর সতীর্থদের। ছবি: ফেসবুক
জামাল ভূঁইয়ার ফেসবুক পেজে প্রশংসা করা হয় তাঁর সতীর্থদের। ছবি: ফেসবুক

এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। ম্যাচ শেষে তা সংবাদমাধ্যমকে জানানোর পাশাপাশি ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে প্রতিক্রিয়া জানিয়েও বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর ফেসবুক পেজে লেখা হয়, ‘আলহামদুলিল্লাহ, আজ (কাল) রাতে ১ পয়েন্ট তুলে নেওয়ার মধ্য দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া তার কথা রেখেছেন। কলকাতায় ভারতের বিপক্ষে চরম লড়াইয়ে তার ছেলেরা সফলতার সঙ্গে ১ পয়েন্ট তুলে নিতে পেরেছে। অসাধারণ খেলেছ ছেলেরা।’

বাংলাদেশ কোচ জেমি ডে বরাবরই হাস্যোজ্জ্বল মানুষ। খেলোয়াড়দের প্রেরণা জোগাতে ভালোবাসেন এ ইংলিশ কোচ। কালকের ম্যাচে প্রায় শেষ সময় পর্যন্ত ১ গোল ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে গোল হজম করতে হয় জেমি ডে-র শিষ্যদের। এতে জয় হাতছাড়া হওয়ার দুঃখটা টুইটে খোলাসা করেননি জেমি ডে, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স আজ (কাল) রাতে! জয় তুলে নেওয়ার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু দলের সঙ্গে ছিলেন যারা, সবাইকে নিয়ে আমি গর্বিত।’