এবার ডাবল সেঞ্চুরি সাইফের

চট্টগ্রামে ডাবল সেঞ্চুরির পর সাইফ। সৌজন্য ছবি
চট্টগ্রামে ডাবল সেঞ্চুরির পর সাইফ। সৌজন্য ছবি

দুর্দান্ত ছন্দে আছেন সাইফ হাসান। কদিন আগে শ্রীলঙ্কায় সিরিজ নির্ধারণী ওয়ানডেতে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন। রান পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষেই গত আগস্টে ইমার্জিং দলের হয়ে। সাইফ স্বপ্নের মতো ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন গত এপ্রিলে। ব্যাটের ধার যে তাঁর ক্রমেই বাড়ছে সেটি বোঝাতে আজ জাতীয় লিগে চট্টগ্রামে খেললেন অপরাজিত ২২০ রানের ইনিংস। সাইফের ডাবল সেঞ্চুরিতে রংপুরের বিপক্ষে ৮ উইকেটে ৫৫৬ রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ।

গতকাল ১২০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন সাইফ। দ্বিতীয় দিনে সেটিকে রূপ দিলেন ‘ডাবলে’। ১৯ চার আর ৪ ছয়ে অপরাজিত ছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ২২০ রানে। সাইফের ৬৬.৮৬ স্ট্রাইকরেট বলে দিচ্ছে একেবারে ধীর-লয়ে এগোননি। যে ৪৮৮ মিনিট উইকেটে ছিলেন, রানের চাকার গতি ধরে রেখেছেন ভালোভাবেই। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি সাইফের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। প্রথমটি এসেছিল ২০১৭ জাতীয় লিগে, সেটিও আবার রেকর্ড করে। বরিশালের বিপক্ষে ২০১৭ সালের জানুয়ারিতে যখন ডাবল সেঞ্চুরি করেন, সাইফের বয়স তখন ১৮ বছর ৬৫ দিন। বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান তিনিই।

প্রথম দিনে ৪ উইকেটে ৩১৪ রানে খেলতে নামা ঢাকা আজ সাইফের ডাবল সেঞ্চুরিতে ভর করে ইনিংস ঘোষণা করেছে ৮ উইকেটে ৫৫৬ রান তুলে। লিটস দাসের ফিফটিতে রংপুর প্রথম ইনিংস শেষ করেছে ২ উইকেটে ৭১ রান করে।

খুলনায় প্রথম রাউন্ডে ডাবল সেঞ্চুরি করা ইমরুল কায়েস আজ সেঞ্চুরি হাতছাড়া করেছেন মাত্র ৭ রানের জন্য। রাজশাহীর বিপক্ষে তিনি রানআউট হয়েছেন ৯৩ রানে। খুলনা দিন শেষ করেছে ৬ উইকেটে ২২৭ রান করে। ফতুল্লায় চট্টগ্রামের ৩৫৬ রানের জবাবে ৪ উইকেটে ১০৪ রান তুলেছে বরিশাল। বগুড়ায় সিলেটকে ৩১৯ রানে থামিয়ে দিয়েছে ঢাকা মহানগর। ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৯ রান তাদের।