'সরফরাজকে আর পাকিস্তান দলে দেখতে চায় না পিসিবি'

পাকিস্তানের নেতৃত্বভার হারিয়েছেন সরফরাজ। জাতীয় দলে আর খেলার সুযোগ পাবেন তো? ছবি: এএফপি
পাকিস্তানের নেতৃত্বভার হারিয়েছেন সরফরাজ। জাতীয় দলে আর খেলার সুযোগ পাবেন তো? ছবি: এএফপি
>সরফরাজ আহমেদ আর কখনো জাতীয় দলে খেলার সুযোগ পাবেন না বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

তিন সংস্করণেই পাকিস্তানের নেতৃত্বভার হারিয়েছেন সরফরাজ আহমেদ। কাল তাঁকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-র অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার শোয়েব আখতারের কথা শুনলে আরও বিমর্ষ হয়ে পড়তে পারেন সরফরাজ। পাকিস্তানের কিংবদন্তি এ পেসার মনে করেন, সরফরাজ আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ না–ও পেতে পারেন, এমন সম্ভাবনাও রয়েছে। কারণ পিসিবি তাঁকে আর জাতীয় দলে দেখতে চায় না।

সরফরাজ শুধু নেতৃত্বই হারাননি, অস্ট্রেলিয়া সফরের দল থেকেও বাদ পড়েছেন। অস্ট্রেলিয়া সফরে আগামী মাসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে পাকিস্তান। এরপর নিজের ইউটিউব চ্যানেলে তাঁর নেতৃত্বগুণ বিচার করতে গিয়ে সমালোচনাই করেছেন শোয়েব। তাঁর চোখে সরফরাজ ‘ভিতু অধিনায়ক’। সাবেক কোচ মিকি আর্থারের প্রভাব থেকে বেরিয়ে সরফরাজ নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলেও মনে করেন তিনি। শোয়েবের ভাষ্য, ‘গত দুই বছরে সরফরাজের ইতিবাচক মানসিকতা ও আক্রমণাত্মক ব্যাটিং কোথায় হারাল, সেটি ভাবিয়েছে তাঁদের (নির্বাচকদের)।’

ক্যারিয়ারে গতির হলকা ছোটানো সাবেক এ পেসার মনে করেন, সরফরাজ নিজ দোষেই নেতৃত্বভার হারিয়েছেন। তাঁর ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে শোয়েবের ভাষ্য, ‘পিসিবি তাকে আর জাতীয় দলে দেখতে চায় না। তাই তার ভবিষ্যৎ সম্বন্ধে আমরা জানি না।’ সরফরাজের নেতৃত্ব নিয়ে শোয়েব বলেন, ‘২০১৪ সালে সে দলে ফেরার পর আক্রমণাত্মক খেলে দলে নিজের জায়গা পোক্ত করেছে। কিন্তু অধিনায়ক হওয়ার পর কোথায় যেন হারিয়ে গেল। একজন ভিতু অধিনায়ক হয়ে পড়ল। কোনো সিদ্ধান্ত নিতে পারত না, সবকিছু মিকি আর্থারই করত।’