টেস্টে সেঞ্চুরি ও ছক্কা মারা কত সোজা দেখাচ্ছেন রোহিত

সেঞ্চুরি তুলে নেওয়ার পর রোহিত শর্মা। দুর্দান্ত ফর্মেই রয়েছেন তিনি। ছবি: এএফপি
সেঞ্চুরি তুলে নেওয়ার পর রোহিত শর্মা। দুর্দান্ত ফর্মেই রয়েছেন তিনি। ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত শর্মা। বেশ কিছু রেকর্ডও গড়েছেন ভারতীয় এ ওপেনার


রোহিত শর্মা তখন ৯৫ রানে ব্যাট করছিলেন। রাঁচি স্টেডিয়ামের দর্শকেরা অপেক্ষায় ছিলেন ঈপ্সিত মুহূর্তটির। হঠাৎ চোখ রাঙাতে শুরু করল বেরসিক বৃষ্টি। মৃদু-মন্দ তালে ঝরছিল আকাশ থেকে। রোহিত একবার আকাশে তাকালেন। যেন বলতে চাইলেন ‘গ্লাডিয়েটর’ সিনেমার সেই সংলাপটি—‘নট ইয়েট, নট ইয়েট’—এখনই না, এখনই না! ব্যাট হাতে চিরকালই নিজের সামর্থ্যের ওপর ভরসা রাখা রোহিত প্রকৃতিকে বিশ্বাস করেননি। পিয়েতকে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে তুলে নিলেন সেঞ্চুরি।

রাঁচি টেস্টে দ্বিতীয় সেশনে রোহিতের সেঞ্চুরির মুহূর্তটি অনেকেরই চোখে লেগে থাকবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ সিরিজ দিয়ে টেস্টে তাঁর ওপেনার হিসেবে নামার শুরু। আর ওপেনার হিসেবে যাত্রা শুরু করেই যেন ‘পুনর্জন্ম’ ঘটেছে রোহিতের। এই এক সিরিজেই তুলে নিলেন তৃতীয় সেঞ্চুরি। এক সিরিজে ন্যূনতম তিনটি সেঞ্চুরি তুলে নেওয়া দ্বিতীয় ভারতীয় ওপেনার এখন রোহিত। প্রথম ভারতীয় ওপেনার হিসেবে তিনটি আলাদা সিরিজে এমন কীর্তি রয়েছে সুনীল গাভাস্কারের।

টস ভাগ্য মোটেই ভালো যাচ্ছে না প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির। ভাগ্য ফেরাতে টসের সময় তেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ঢুকেছিলেন মাঠে। তাতেও বিপর্যয় এড়ানো যায়নি। টেস্টে প্রতিপক্ষের মাঠে সপ্তমবারের মতো টস হার দেখতে হয়েছে ফাফকে। তবে প্রথম সেশনে কাগিসো রাবাদার দুর্দান্ত শুরুতে হয়তো টস হারের দুঃখ ভুলে গিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক।

৯ ওভারের মধ্যে মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারাকে তুলে নিয়েছিলেন রাবাদা। অধিনায়ক বিরাট কোহলিও (১২) বেশিক্ষণ থাকতে পারেননি। তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আরেক পেসার আনরিখ নর্তে। রোহিত এক প্রান্ত আগলে এ বিপর্যয় দেখেছেন। এরপর অজিঙ্কা রাহানের সঙ্গে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৮৫ রানের জুটি গড়ে শুধু বিপর্যয় সামাল দেননি ভারতকে নিয়ে গেছেন শক্ত অবস্থানে। আলোক স্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৩ উইকেটে ২২৪। ৪ ছক্কা ও ১৪ চারে ১৬৪ বলে ১১৪ রান নিয়ে উইকেটে ছিলেন রোহিত। অন্য প্রান্তে ৮৩ রানে অপরাজিত ছিলেন রাহানে।

প্রোটিয়াদের ডানহাতি অফ স্পিনার ডেন পিয়েত এখন থেকে রোহিতকে রাতের ঘুমে দুঃস্বপ্নের মধ্যে দেখতে পারেন। এক টেস্ট সিরিজে কোনো ব্যাটসম্যানের কাছে সর্বোচ্চ ছক্কার মার খাওয়ার রেকর্ডটি হজম করতে হয়েছে পিয়েতকে। তিন ম্যাচের এ সিরিজে শুধু পিয়েতকেই এখনো পর্যন্ত ১১ ছক্কা মেরেছেন রোহিত। এর আগের রেকর্ডটি ছিল অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৫ সালে ড্যানিয়েল ভেট্টোরিকে এক সিরিজে ৮ ছক্কা মেরেছিলেন গিলি। এক সিরিজে সর্বোচ্চ ১৭ (এখন পর্যন্ত) ছক্কা মারার রেকর্ডও এখন রোহিতের। এবারের পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কাও তাঁর। টপকে গেছেন বেন স্টোকসের ১৫ ছক্কাকে।

ছক্কা মারার প্রতি রোহিতের টান একটু বেশিই। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৩ সালে ওপেন করা শুরুর পর এ পর্যন্ত তাঁর ছক্কাসংখ্যাই (৩৪৬) বেশি। কিন্তু বেশ আক্রমণাত্মক থাকার পরও কিন্তু রোহিতের ব্যাটিং দেখে মনে হয়নি চড়াও হয়ে খেলছেন। আজ প্রথম ৫৫ বলে করেছেন ২৩ রান। পরের ৭৫ বলে তুলেছেন ৭৮। অর্থাৎ একবার চলতে শুরু করলে রোহিতকে থামানো কঠিন। তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রোটিয়ারা বোলাররা।