বাংলাদেশের বিপক্ষে কোহলি খেলবেন না টি-টোয়েন্টিতে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন কোহলি। প্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিশ্রামে থাকবেন কোহলি। প্রথম আলো ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি, খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম। গত মার্চ থেকে টানা ম্যাচ খেলছেন ভারতীয় অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলির বিশ্রাম নেওয়ার উপযুক্ত সময় মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কোহলির বিশ্রাম নিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘টানা খেলছে সে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে তাই বিশ্রাম দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজ (গত মার্চে), আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফরের পর এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা খেলা কোহলির একটা বিশ্রাম দরকার। খেলোয়াড়দের কাজের চাপ (ওয়ার্ক লোড) ব্যবস্থাপনা আমাদের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে যারা তিন সংস্করণেই খেলে। আমরা খেলোয়াড়দের সজীব-সতেজ থাকার বিষয়টি নিশ্চিত করতে চাই। যাতে তিন সংস্করণেই তারা শীর্ষে থাকতে পারে।’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেললেও কোহলি টেস্ট সিরিজে থাকবেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে ভারতীয় অধিনায়ক বড় দৈর্ঘ্যের কোনো ম্যাচ হাতছাড়া করতে চান না। ভারতীয় ওই কর্মকর্তা জানিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণেই প্রতিটি ম্যাচ তাঁদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। কোহলি নিজেও কোনো টেস্ট হাতছাড়া করতে রাজি নন। নিজেদের মাটিতে প্রতিটি ম্যাচ জিতে একটা ভালো অবস্থান নিশ্চিত করতে চান যাতে বিদেশের মাটিতে টানা ব্যর্থ হলেও পয়েন্ট তালিকায় খুব একটা পিছিয়ে পড়তে না হয়।

কোহলির জায়গায় টি-টোয়েন্টিতে ভারতকে কে নেতৃত্ব দেবেন সেটি জানা যাবে ২৪ অক্টোবর। ওই দিনই ভারতীয় দল ঘোষণা হবে। ২ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ ভারতে যাবে ৩০ অক্টোবর।

বাংলাদেশের ভারত সফরের সূচি:

৩ নভেম্বর: প্রথম টি-টোয়েন্টি, দিল্লি

৭ নভেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাজকোট

১০ নভেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, নাগপুর

১৪-১৮ নভেম্বর: প্রথম টেস্ট, ইন্দোর

২২-২৬ নভেম্বর: দ্বিতীয় টেস্ট, কলকাতা