রোনালদো-বুফন মিলে বাঁচালেন জুভেন্টাসকে

রোনালদোর গোলেই প্রথমে এগিয়ে যায় জুভেন্টাস। ছবি : এএফপি
রোনালদোর গোলেই প্রথমে এগিয়ে যায় জুভেন্টাস। ছবি : এএফপি

জাতীয় দলের ফর্ম ক্লাবেও টেনে আনলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে আরেকবার বুড়ো হাড়ের ভেলকি দেখালেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। দুই মিলিয়ে লিগে জুভেন্টাস পেল টানা পঞ্চম জয়। আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে এখনো লিগের শীর্ষস্থানে রয়েছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান জুভেন্টাসের চেয়ে পিছিয়ে আছে ৪ পয়েন্টে।

গত সপ্তাহের দুটি আন্তর্জাতিক ম্যাচেই পর্তুগালের হয়ে গোল পেয়েছিলেন রোনালদো। ছুঁয়েছিলেন ক্যারিয়ারে ৭০০ গোলের অনন্য রেকর্ড। গোলের ধারা ক্লাবেও নিয়ে আসলেন এই পর্তুগিজ তারকা। ম্যাচের আঠারো মিনিটে বোলোনিয়ার এক ডিফেন্ডারের ভুল থেকে পাওয়া বল নিয়ে দুর্দান্ত এক শটে গোলরক্ষক লুকাশ স্ক্রোপুস্কিকে পরাস্ত করেন তিনি। তবে এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি জুভেন্টাসের। মাত্র নয় মিনিট পরে ব্রাজিলীয় ডিফেন্ডার দানিলোর গোলে সমতা ফেরায় বোলোনিয়া। ডান পায়ের দুর্দান্ত এক বাঁকা শটে গোল করেন দানিলো। দ্বিতীয়ার্ধে বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের গোলে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। এই গোলের পেছনেও রয়েছে রোনালদোর হাত। রোনালদোর এক শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে থেকে পিয়ানিচের কাছে এসে পড়ে। গোল করতে কোনো সমস্যাই হয়নি পিয়ানিচের। এরপর অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেননি রোনালদো-হিগুয়েইনরা।

>

প্রথমে রোনালদোর গোল। একদম শেষে ‘বুড়ো’ বুফনের অবিশ্বাস্য সেভ। এই দুই মিলিয়ে গত রাতে শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে জুভেন্টাস। বোলোনিয়াকে হারিয়েছে ২-১ গোলে। জুভেন্টাসের হয়ে আরেক গোল বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ।

তবে ৪১ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের কল্যাণে সে যাত্রা বেঁচে যায় জুভেন্টাস। ডিবক্সের জটলার ভেতরে প্যারাগুয়ের স্ট্রাইকার ফেদেরিকো সানতান্দারের একটা বাইসাইকেল কিক দুর্দান্ত ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন বুফন। গোলটা হলে জয় নয়, বরং ড্র নিয়েই মাঠ ছাড়তে হতো জুভেন্টাসের।